Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
ঢাবি-রাবির তুলনায় জাবিতে পরীক্ষা ভালো হয়েছে...

এবার জাবিতে ভর্তি পরীক্ষা দিলেন ৫৫ বছরের বেলায়েত

প্রকাশিত: ১ আগষ্ট ২০২২, ০৫:১১

বেলায়েত শেখ

জাবি লাইভ: অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করে নিজের স্বপ্নপূরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। ঢাবি-রাবির তুলনায় জাবিতে পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রবিবার (৩১ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু সাহিত্য ইনিস্টিটিউটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষে বাংলাদেশ জার্নালকে এ কথা জানান তিনি।

বেলায়েত শেখ বলেন, ঢাবির পরীক্ষার চেয়ে রাজশাহীতে ভালো হয়েছে। আবার রাজশাহীর চেয়ে জাহাঙ্গীরনগরে আরেকটু ভালো দিয়েছি। আশা তো পাস করার। কিন্তু পাস করলেও প্রতিযোগিতায় টিকবো কি-না সেটা গ্যারান্টি দিতে পারবো না। এখানে যদি ৭০-৭৫ নম্বরের উত্তর দিতে পারতাম তাহলে প্রতিযোগিতার একটা পর্যায়ে হয়তো যেতাম।

বেলায়েত আরও জানান, তার পরবর্তী পরীক্ষাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলে কোথায় পড়বেন- জানতে চাইলে তিনি বলেন, আমি পাবলিকে চেষ্টা করছি। পাবলিকে হলে আমার যে অর্থনীতির সমস্যাটা আছে এটা কেটে যাবে। আর যদি প্রাইভেটে পড়তে চাই এটার ক্ষেত্রে টাকা-পয়সার ব্যাপার আছে। আমাকে তো টাকা রোজগার করতে হবে। আমার তো আর আগের মতো যৌবন নাই যে দিনে-রাতে পরিশ্রম করে ইনকাম করবো। আমার সংসারও চালাতে হবে। প্রাইভেট আমার জন্য কষ্টকর হবে।

ঢাকা, ৩১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ