Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত জাবি ক্যাম্পাস

প্রকাশিত: ১ আগষ্ট ২০২২, ০২:০১

মুখরিত জাবি ক্যাম্পাস

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৩১ জুলাই) সকাল ৯টায় মানবিক অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের মাধ্যমে পরীক্ষা শুরু হয়। এদিন পাঁচ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকের পদচারণায় মুখরিত জাবি ক্যাম্পাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে পরীক্ষা দিচ্ছেন, আবার কেউ শেষ প্রস্তুতি নিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়য়ের কেন্দ্রীয় মসজিদের বারান্দা, আবাসিক হলগুলোর মসজিদ, কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় শহীদ মিনার ও ফাঁকা মাঠে বসে নিজেদের মতো শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা ভর্তিচ্ছুরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়, মুক্ত মঞ্চ, টিএসসি আবাসিক হলগুলোর বিভিন্ন ফাঁকা জায়গায় পড়াশুনা করছেন তারা।

মীর মোশাররফ হোসেন হলে প্রস্তুতি নেওয়া সাকিব মুজাহিদ ক্যাম্পাসলাইভকে বলেন, 'জাবিতে পড়া আমার উপজেলার কোনো সিনিয়রকে পাইনি। এমনকি জেলা সমিতি থেকে সাহায্য করার কথা বলা হলেও আশানুরূপ সহায়তা পাইনি। তবে কমন রুমের পরিবেশ অনেক ভালো। এছাড়াও সিনিয়র ভাইরাও অনেকভাবে সাহায্য করছেন। আশাকরি, সবকিছু মিলে ভালো কিছু হবে।'

প্রীতিলতা হলে অবস্থান করা মরিয়ম নওয়াজ ক্যাম্পাসলাইভকে জানান, 'আমি গত দু'দিন থেকেই হলে অবস্থান করছি। ১লা আগস্ট ১ম শিফটে আমার পরীক্ষা। পূর্ব থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালো। এখানে এসেও যখন যেভাবে পারছি টুকটাক প্রস্তুতি নিচ্ছি। আর হলের আপুরাও অনেক আন্তরিক। আশাকরি পরীক্ষা আশানুরূপ হবে।'

কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গনে ভর্তি পরীক্ষার আগে শেষ প্রস্তুতি নিচ্ছিলেন সুনামগঞ্জ থেকে আসা মাহমুদুল হাসান ও তার বন্ধুরা। মাহমুদুল ক্যাম্পাসালাইভকে বলেন, 'শেষ শিফটে আমার ভর্তি পরীক্ষা শুরু হবে। তাই ফাঁকা মাঠে বসেই শেষবারের মতো রিভিশন দিচ্ছি। আমার মতো আরও অনেকে তাদের শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন। যদিও রোদের কারণে কিছুটা কষ্ট হচ্ছে।'

ঢাকা, ৩১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআর//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ