Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে ভর্তি পরীক্ষা: সেই ৫৫ বছরের বেলায়েত আহত

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ১৫:৩৭

জাবিতে ভর্তি পরীক্ষা: সেই ৫৫ বছরের বেলায়েত আহত

জাবি লাইভ: ৫৫ বছরের সেই বেলায়েত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় আসা ৫৫ বছরের বেলায়েত শেখ রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। বিপত্তি দেখা দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি যুদ্ধে অংশগ্রহণ নিয়ে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন । তিনি এখন চিকিৎসা নিচ্ছেন।

সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সবচেয়ে প্রবীণ পরীক্ষার্থী হিসেবে আলোচনায় এসেছেন বেলায়েত হোসেন। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর রোববার অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর থেকে বাসে করে রওয়ানা দেন তিনি। এসময় শ্রীপুর থেকে ভবানীপুরগামী একটি বাসের ধাক্কায় মেরুদণ্ডের নিচের হাড়ে প্রচণ্ড ব্যথা পান বেলায়েত।

বেলায়েত এসব তথ্য জানান শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় । এসময় সাভারের বাইপাইলে এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন তিনি। বেলায়েত আরো জানান, বাসটি গতিনিরোধকের ওপর না থামিয়ে আমাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় অনেক কষ্ট করে সাভারে পৌঁছে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সাভারে বন্ধুর বাসায় বিশ্রাম নিচ্ছি ৷

বেলায়েত শেখ বলেন, ‘জাবিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার উদ্দেশ্যে শনিবার বেলা ১১টায় বাসা থেকে বের হই। সে উদ্দেশ্যে গাজীপুরের শ্রীনগর উপজেলা থেকে একটি বাসে উঠি। চালক শুরু থেকেই বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় পৌঁছলে দুর্ঘটনা ঘটে। এতে আমি মেরুদণ্ডে ব্যথা পেয়েছি।’

তারপরও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জীবন আছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা থেকে পিছপা হব না।’

বয়সের বাধা পেরিয়ে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৫৫ বছর বয়সী গাজীপুরের বেলায়েত শেখ। রোববার ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন বলে জানান তিনি।

বেলায়েত বলেন, ‘অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয় আমার জন্য বেশি সুবিধার। বিশেষ করে যাতায়াতের জন্য। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়তে চাই। আমি আট বছর ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত। দৈনিক করতোয়ার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কাজ করছি। এজন্য সুযোগ পেলে সাংবাদিকতা বিভাগে পড়তে চাই। সাংবাদিকতার একাডেমিক জ্ঞান নিতে চাই।’

তিনি জানান, ২০১৭ সালে ঢাকার বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে ৪ দশমিক ৪৩ জিপিএ নিয়ে তিনি এসএসসি (ভোকেশনাল) পাস করেন। এরপর ২০২১ সালে রামপুরার মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৪ দশমিক ৫৮ পেয়ে এইচএসসি (ভোকেশনাল) পাস করেন।


ঢাকা, ৩০ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ