Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সড়ক দুর্ঘটনায় তিন বিজ্ঞানীর মৃত্যুর ঘটনায় জাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ০৪:৫৩

জাবিতে মানববন্ধন

জাবি লাইভ: সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন বিজ্ঞানীর মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার ও স্মৃতি রক্ষার দাবীতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন সড়কে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং তাদের স্মৃতি রক্ষার্থে উদ্যোগ গ্রহনের দাবি জানানো হয়।

এসময় বক্তারা, সড়ক দুর্ঘটনায় দোষীদের বিচার, নিহত বিজ্ঞানীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, তাদের স্মৃতি রক্ষার্থে উদ্যোগ গ্রহন এবং বিভিন্ন রুটে চলাচলকারী ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন ড্রাইভারদের নিষিদ্ধসহ দুর্ঘটনারোধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

মানববন্ধনে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দুর্ঘটনায় নিহত এসব মেধাবী শিক্ষার্থীদের মৃত্যু দেশ ও জাতির জন্য বিশাল ধাক্কা। শুধুমাত্র সঠিক ও মানসম্মত সড়ক ব্যবস্থাপনায় অনিয়মিত তদারকির ফলে তাদের অকালে চলে যেতে হলো। সড়ক দূর্ঘটনায় দায়ী সেই বাসটির রুট পারমিট ছিল না। যাদের উপর সড়কের নিরাপত্তার দায়িত্ব তাদের আরো দায়িত্ববান হওয়া উচিত যেন ভবিষ্যতে এ ধরণের ঘটনা না ঘটে।’

মানববন্ধন

মানববন্ধনে পদার্থবিজ্ঞান ছাত্র সংসদের ভিপি মোস্তাফিজুর রহমান সনেট বলেন, ‘যেসব মেধাবীরা নিহত হলেন, তাদের ক্ষতিপূরণ তো দূরের কথা এখন পর্যন্ত বিচারও করা হয়নি। আমরা আশাকরি প্রশাসন দোষীদের খুব দ্রুতই বিচারের মুখোমুখি করবে।'

তিনি আরও বলেন, 'নিহত মেধাবী শিক্ষার্থীদের নামে আণবিক শক্তি কমিশনের ল্যাব ও ভবনের নামকরণের মাধ্যমে আমরা তাঁদের স্মরণীয় করে রাখার দাবী জানাই।’

এদিকে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. শারমীন সুলতানা, সহযোগী অধ্যাপক ড. বদরুন্নাহার, সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক তানভীর ইসলাম রাজীব সহ প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ জুন বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের একটি বাস সাভারের বলিয়ারপুর এলাকা সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়। বাসটিতে থাকা জাবির সাবেক শিক্ষার্থী ও কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আরিফুজ্জামান, ফারহানা ইসলাম ও পূজা সরকার মৃত্যুবরণ করেন।

ঢাকা, ২৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআর//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ