Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৭২ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ০৬:০৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি লাইভ: কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের কাজের জন্য ২১ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ৭২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী ক্যাম্পাসলাইভকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য বৃহস্পতি, শুক্র ও শনিবার, অর্থাৎ ২১ জুলাই থেকে ২৩ জুলাই-মোট তিন দিন ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, ‘সাব স্টেশনের কাজের কারণে তিন দিন বিশ্ববিদ্যালয়ে বিদুৎ থাকবে না। বন্ধের দিনে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু দুদিনে এ কাজ শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ সময়ে ক্যাম্পাসে বিদ্যুৎ শাটডাউন থাকবে।’

রাতে বিদ্যুৎ না থাকলে নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোস্তফা কামাল বলেন, "ক্যাম্পাসে যদি একদমই বিদ্যুৎ সংযোগ না থাকে তাহলে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।"

ঢাকা, ২১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ