Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

করোনা: ফের অনলাইন ক্লাসে বুয়েট

প্রকাশিত: ২ জুলাই ২০২২, ০১:২৪

করোনা: ফের অনলাইন ক্লাসে বুয়েট

ঢাবি লাইভ: আবারো অনলাইন ক্লাসে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) । করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় অনলাইন ক্লাসে ফিরছে বলে জানাগেছে। আগামী শনিবার থেকে স্নাতকোত্তর পর্যায়ের সব শ্রেণির ক্লাস অনলাইনে নেবে প্রতিষ্ঠানটি। এ কারণে সব কিছু আবারো প্রস্তুতি সম্পন্ন করেছে বুয়েটে। বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আগামী শনিবার থেকে স্নাতকোত্তর পর্যায়ের সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। করোনার প্রকোপের কারণে দীর্ঘদিন ক্লাস বন্ধ রাখার পর গেল বছরের ১৩ নভেম্বর থেকে আবারও সশরীরে ক্লাস শুরু হয় বুয়েটে।

করোনা পরিস্থিতি আবার খারাপ হওয়ায় চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে আবারও সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ করা হয়। কিন্তু এর ১ সপ্তাহ পর আবারও চালু করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়টির সশরীরে ক্লাস। এখন তৃতীয়বারের মতো অনলাইন ক্লাসে ফিরছে বিশ্ববিদ্যালয়টি। বিশদ আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

ঢাকা, ০১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এপিজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ