
ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে মধ্যরাত পর্যন্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অবস্থান করা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় ক্লাবের সভাপতি বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ঘটনা অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক ও নীল দলের সিনেট সদস্য অধ্যাপক আব্দুর রহিম। তিনি বলেন, কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে রাত ১টা পর্যন্ত অবস্থান করেন রিজভী। এ সময় রিজভীর সঙ্গে তাঁর স্ত্রী এবং কয়েকজন বন্ধুও ছিলেন।
এ বিষয়ে অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, আমার আমন্ত্রণে রিজভীসহ কিছু অতিথি এসেছিলেন। কেউ গোপন বৈঠক করতে কি ক্লাবে আসবে? কোনো বৈঠক করা হয়নি। সাধারণ আড্ডা হয়েছে। মূলত হয়রানি করার উদ্দেশ্যে এ ধরনের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা, ২৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: