Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে মারধোরের অভিযোগ

প্রকাশিত: ২ জুন ২০২২, ০১:৫৭

ফাইল ছবি

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) করিডোরে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। প্রাণীবিদ্যা বিভাগের করিডোরে এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থী মো. মাশরুল আলম আজমী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

অপরদিকে অভিযুক্তরা হলেন- প্রাণীবিদ্যা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান এবং নাইম নিশাত।

মারধরের শিকার হওয়া শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসার পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে মাশরুল আলম উল্লেখ করেন, 'মঙ্গলবার দুপুর ১টার দিকে আমার স্ত্রীর জন্য আমি ফ্যাকাল্টির প্রাণীবিজ্ঞান বিভাগের করিডোরে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় প্রাণিবিদ্যা বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী নাইম আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ডিপার্টমেন্টে আসতে নিষেধ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বন্ধু এগিয়ে আসলে তাকেও গালিগালাজ করে। এরপর আমরা বিভাগের নিচে নামলে আমাদের উপর চড়াও হয় এবং জাহিদ ইট দিয়ে মাথায় আঘাত করে। হলে ফিরলে আবারও মারধর করা হবে এমন হুমকিও দেয় তারা।'

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী জাহিদ হাসান ক্যাম্পাসলাইভকে বলেন, ‘সে আমাদের বিভাগের করিডোরে প্রায়ই দাঁড়িয়ে থাকে। এ নিয়ে বিভাগের অনেকে আমাদের কাছে অভিযোগ দেয়। এজন্য তাকে আমরা করিডোর থেকে চলে যেতে বলি। আমি তাকে মারধর করিনি, শুধু নিজের ডিফেন্স করেছি।'

অপর অভিযুক্ত শিক্ষার্থী নাঈমের বক্তব্য জানতে তাকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

এদিকে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স. ম. ফিরোজ-উল-হাসান ক্যাম্পাসলাইভকে জানান, 'অভিযোগপত্র এখনো হাতে পাইনি। আগামীকাল অফিসে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবো। ঘটনার সত্যতা পেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ঢাকা, ০১ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআর//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ