Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জবিতে গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ থাকবে ক্লাস, চলবে পরীক্ষা

প্রকাশিত: ১ জুন ২০২২, ০০:১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি লাইভ: গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রশাসন। তবে কোনো বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে এবং চলমান পরীক্ষা কার্যক্রমও চালু থাকবে বলেও জানানো হয়েছে। এছাড়াও বিভাগীয়, দাপ্তরিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে, এসময়ে পরীক্ষাসহ অন্য কার্যক্রম চলবে। এই সময়ে সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর যথারীতি খোলা থাকবে।'

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পরীক্ষা চলবে বলেও জানানো হয়েছে। অবশ্য বেশ কিছু বিভাগে ছুটির সময় পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

গ্রীষ্মকালীন ছুটিতে পরিবহন সেবার বিষয়ে প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ বলেন, ‘পরিবহনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এ ছুটিতে পরিবহন সেবা অবশ্যই সীমিত হয়ে আসবে। যেহেতু ক্লাস বন্ধ থাকবে। পরিবহনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।'

ঢাকা, ৩১ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ