Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে ছাত্রদলের হামলা: জাবি ছাত্রলীগের প্রতিবাদ

প্রকাশিত: ৩০ মে ২০২২, ০৩:২৭

মানববন্ধন

জাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর বহিরাগত ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

মানববন্ধনে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘ছাত্রদল সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বাংলাদেশের ইতিহাস হলো শেখ মুজিবুর রহমানের ইতিহাস। বাংলার মানুষ জানে প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা কী ছিল। অপরদিকে ছাত্রদলের সূচনাই ছিল খুনি জিয়ার আমলে। যাদের যুবদল করারও বয়স নেই তারা কিভাবে ছাত্রদল করে? আওয়ামী লীগের আমলে চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ছাত্রদল সারা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে।’

সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘দেশে এখন সুষম উন্নয়নের হাওয়া বইছে। মাস্টারপ্ল্যানের অধীনে বিশ্ববিদ্যালয়গুলো যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই নামসর্বস্ব ছাত্রদল নেতারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। ছাত্রলীগ লাশের রাজনীতি করে না। দেশনেত্রী শেখ হাসিনা আমাদের হাতে খাতা-কলম তুলে দিয়েছে। আমরা কলম দিয়ে রাজপথে মোকাবিলা করতে চাই। যারা বাইরে থেকে এসে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায় তাদের প্রতি সাধারণ ছাত্রদের কোনো সমর্থন নেই।’

এসময় উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে জাবি ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআর//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ