Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বশেমুরবিপ্রবিতে অধ্যাপক সংকটের বিকল্প সমাধান

প্রকাশিত: ২৩ মে ২০২২, ০১:০৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বশেমুরবিপ্রবি লাইভ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দীর্ঘদিন ধরে অধ্যাপক সংকট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহবুব একজন অধ্যাপক।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী শিক্ষকদের মধ্যে অধ্যাপক রয়েছেন মাত্র একজন। প্রায় তিন ডজন বিভাগে অধ্যাপক ছাড়াই চলছে পাঠদান। এ সংকটে বিকল্প সমাধান বের করেছে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দু’জন অধ্যাপক ওমর ফারুক ও শিব শংকর রায় প্রতি মাসে আটটি থেকে ষোলোটি করে ক্লাস নেবেন এ বিভাগের শিক্ষার্থীদের। প্রতিটি ক্লাসই নেয়া হবে সশরীরে।

ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই দু’জন অধ্যাপক খণ্ডকালীন শিক্ষক হিসেবে মার্কেটিং বিভাগে পাঠদানে অংশ নিয়েছেন। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগ হিসেবে অধ্যাপক স্বল্পতায় বিকল্প পথ হিসেবে সশরীরে অধ্যাপকের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করল মার্কেটিং বিভাগ।

অধ্যাপকের ক্লাস পেয়ে উচ্ছ্বসিত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোয়েব জয় ক্যাম্পাসলাইভকে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম দু’জন অধ্যাপকের ক্লাস পেয়ে অনেক আনন্দিত। তারা তাদের অভিজ্ঞতার দ্বারা তাত্ত্বিক পড়াশুনার পাশাপাশি ব্যবহারীক জ্ঞান দানের মাধ্যমে পাঠদান অনেক প্রাণবন্ত করে তোলেন।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদি রহমান ক্যাম্পাসলাইভকে জানান, অধ্যাপকগণ অনেক অভিজ্ঞ হয়ে থাকেন। নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধ্যাপকদের মতো অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। তবে আমাদের বিভাগে বিকল্প এ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনেক উপকৃত হচ্ছি।

এ বিষয়ে মার্কেটিং বিভাগের সভাপতি তাপস বালা ক্যাম্পাসলাইভকে বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ে সেভাবে অধ্যাপক নিয়োগ হচ্ছে না। আমার বিভাগের শিক্ষার্থীরা যেন অধ্যাপক ছাড়া শিক্ষাজীবন শেষ করার আফসোস নিয়ে না থাকে, সেজন্য আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে খণ্ডকালীন শিক্ষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপকের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করেছি।

ঢাকা, ২২ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ