Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে গণিত বিষয়ক কর্মশালার সমাপনী আগামীকাল

প্রকাশিত: ২০ মে ২০২২, ০৩:৫৫

কর্মশালা

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে ১২ দিনব্যাপী Mathematical Epidemiology/Biology শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে আগামীকাল (২০মে)। এদিন বিকাল ৩টা ৩০মিনিটে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুুরী এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পেনের রাষ্ট্রদূত H. E. Mr. Francisco de Asís Benítez Salas, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুস ছামাদ, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি প্রফেসর ড. পারভীন হাসান ও স্পেনের Universidad Complutense de Madrid এর প্রফেসর Alicja Barbara Kubik.

সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন গণিত বিভাগের প্রফেসর ড. চন্দ্রনাথ পোদ্দার। ধন্যবাদ জ্ঞাপন করবেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম।

উক্ত সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আকতারুজ্জামান। ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

CIMPA Research School কর্তৃক আয়োজিত ১২ দিনব্যাপী Scientific Research School (কর্মশালা) ১১তম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৮টায় Arizona State University, USA এর প্রফেসর Dr. Abba Gumel ও Dr. Salman Safdar, Mathematics of Infectious Diseases; University of Ottawa, Canada Gi এর প্রফেসর Dr. Stacey Smith, Mathematical Epidemiology-I; Universidad Complutense de Madrid, Spain এর প্রফেসর Dr Alicja Barbara Kubik Mathematical Epidemiology-II এর উপর প্রবন্ধ পাঠ করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন ও নরওয়ের সমন্বয়ে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিষ্ঠান ঈওগচঅ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালয় দেশি বিদেশী ৫০ জন গবেষক অংশগ্রহণ করেন। আমেরিকা, কানাডা, ফ্রান্স, স্পেন ও ইতালির ৭ জন আন্তর্জাতিক গণিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে উক্ত স্কুল পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানের আর্থিক সহযোগিতা করেছেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ও আন্তর্জাতিক গণিত সমিতি (IMU)।

ঢাকা, ১৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ