Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ ছাত্র ফ্রন্টের

প্রকাশিত: ১৮ মে ২০২২, ০০:০২

ফাইল ছবি

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সাথে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তার। ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সভাপতি রাজীব কান্তি রায় ও সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৫ মে রাতে বিজয় একাত্তর হলের ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গেস্টরুমে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠে। সরকারি দলের ছাত্রসংগঠনের কর্মসূচিতে অংশ না নেওয়ার অভিযোগে তাকে এ নির্যাতনের শিকার হতে হয়।
আবাসিক হলগুলোতে এ ধরনের ঘটনা নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। এ চিত্র বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক।

আবাসন সমস্যাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জোরপূর্বক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করানোর সংস্কৃতি বিশ্ববিদ্যালয় চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের স্বাধীন সত্তার বিকাশ ও মুক্তবুদ্ধিচর্চার পথকে রুদ্ধ করে দিচ্ছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনকে আহ্বান জানায় ছাত্র ফ্রন্টের নেতারা।

ঢাকা, ১৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএন//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ