Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে ২য় দিনের গণিত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ মে ২০২২, ০৫:২৭

গণিত বিষয়ক কর্মশালা

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগে ১২ দিনব্যাপী ‘Mathematical Epidemiology/Biology’ শীর্ষক এক Scientific Research School (কর্মশালার) ২য় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাবির গণিত বিভাগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে University of Western Ontario, Canada এর প্রফেসর Dr. Xingfu Zou, Introduction to Age Structured Population Models I University of Texas at Austin, USA প্রফেসর Dr. Guillermo Lorenzo Gomez, Clinically-Oriented, Image-Based Computational Modeling and Simulation of Cancer Growth, University of Valladolid, Spain এর Professor Dr. Jorge Mozo Fernández, Flipped class on Dynamical Systems, University of Rennes, INSA, France এর Dr. Valérie Gউপর প্রবন্ধ পাঠ করেন।ares, Survival Analysis এর উপর প্রবন্ধ পাঠ করেন।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম। কর্মশালাটি সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা, ১০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ