Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

"প্রফেসর রহমত উল্লাহর বক্তব্য ব্যক্তিগত, সমিতির নয়"

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ০১:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি লাইভ: মুজিবনগর দিবসের আলোচনা সভায় মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেওয়া বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. রহমত উল্লাহর ওই বক্তব্য সমিতির নয়, বরং তার ব্যক্তিগত বক্তব্য’ এমন মন্তব্য করেছেন ঢাবি শিক্ষক সমিতির কার্যকর পরিষদ।

সমিতি কার্যকর পরিষদের এক জরুরি সভায় প্রফেসর ড. রহমত উল্লাহর বক্তব্যের বিষয়ে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতি এ মন্তব্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রফেসর ড. রহমত উল্লাহর কাছে ব্যাখ্যা দাবি করা হলে এ প্রসঙ্গে প্রফেসর রহমত উল্লাহ বলেন, তার বক্তব্যে মুজিবনগর মন্ত্রী পরিষদের সকল সদস্যের নামের সাথে মোশতাকের নামও উল্লেখ করে মুজিবনগর সরকারের মন্ত্রীপরিষদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।

একই বক্তব্যে তিনি খন্দকার মোশতাকের প্রতি তার ব্যক্তিগত ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করেছেন বলেও সভায় অবহিত করেন। তিনি মোশতাকের নাম উল্লেখ করায় সমিতির সভায় দুঃখ প্রকাশ করেন এবং ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে, জাতির ইতিহাসের চরম বিশ্বাসঘাতক, কুলাঙ্গার ও ষড়যন্ত্রকারী মোশতাকের নামে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়। এই ঘৃণিত ব্যক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার এবং জাতীয় চার নেতার খুনের সাথে সরাসরি জড়িত এবং বাংলাদেশের স্বাধীনতাবিরোধী সকল অপকর্মের সাথে সম্পৃক্ত। সুতরাং ঘৃণা প্রকাশ ব্যতীত অন্য কোনোভাবে তার নাম উচ্চারণ করার কোনো অবকাশ নেই বলে শিক্ষক সমিতি দৃঢ়ভাবে বিশ্বাস করে।’

ঢাকা, ২০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ