Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১০ই ডিসেম্বর ২০২৩, ২৬শে অগ্রহায়ণ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com
এফ আর হল ছাত্রলীগ সভাপতি গ্রুপে থাকিস, আর নিউজ করিস অন্য গ্রুপ নেতার

ঢাবিতে ছাত্রলীগ কর্মীর হাতে সাংবাদিক প্রহৃত

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ২১:৩৭

ছাত্রলীগ কর্মী ফারহান তানভীর নাসিফ ওরফে আগুন

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবারো একজন সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। তাদের পক্ষে সংবাদ পরিবেশন না করার অপরাধে এই মারধরের ঘটনা ঘটেছে বলে জানাগেছে। জানাগেছে ঢাবির স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে নিয়ে ‘ইতিবাচক’ সংবাদ না করায় এক সাংবাদিককে মারধর করেছে ছাত্রলীগের একজন কর্মী। গতকাল হলের ১১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগের দাবি, ‘তর্কাতর্কি’ হয়েছে, মারধর করা হয়নি। এখানে কাউকে টার্গেট করে কিছু করা হয়নি বলে দাবী করেছে ছাত্রলীগ।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী ফারহান তানভীর নাসিফ ওরফে আগুন। তিনি ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ওই ঘটনার অভিযোগকারী রিফাত হক একটি অনলাইন পোর্টালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হল প্রশাসনের কাছে এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন রিফাত। তিনি বলেন, 'গত ১১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অনশনরত মহিউদ্দিন রনির অনশন ভাঙাতে যান ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ওই সময় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ও সেখানে উপস্থিত ছিলেন।

রিফাত জানান, আমি যে অনলাইন পোর্টালে কাজ করি সেই অনলাইন পোর্টালে ’রনির অনশন ভাঙালেন ঢাবি ভিসি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে জয়ের নাম হাইলাইট না হওয়ায় নাসিফ আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।' কেন ভিসিকে এককভাবে হাইলাইট করা হলো তাও জানতে চেয়েছে ছাত্রলীগ কর্মী ফারহান তানভীর নাসিফ ওরফে আগুন।

রিফাত আরও বলেন, 'গতকাল এফআর হল ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুনের একটি লেখা নিউজ পোর্টাল যায়। মুনেম শাহরিয়ার ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী। মুনের লেখা প্রকাশ হওয়ায় সেটি নিয়ে আজ আমাকে আবারও জিজ্ঞাসাবাদ করে নাসিফ।' তিনি বলেন, ’তুই রিয়াজুল ইসলাম ভাইয়ের (এফ আর হল ছাত্রলীগ সভাপতি) গ্রুপে থাকিস আর নিউজ করিস অন্য গ্রুপের নেতার, নিজের গ্রুপের নেতাদের নিউজ করিস না!'

এক পর্যায়ে তিনি বলেন, ’তুই যদি আমার জুনিয়র হইতি তাহলে তোরে লাথি মেরে হল থেকে বের করে দিতাম।' আমি এ কথার প্রতিবাদ করলে নাসিফ আমার তলপেটে লাথি মারে, বুকে ও মুখে উপর্যুপরি ঘুষি মারে,' যোগ করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত ফারহান তানভীর নাসিফ বলেন, 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই সাংবাদিক অভিযোগ এনেছেন ৷ তিনি আমার বন্ধু, নিজেদের মধ্যে একটু খুনসুটি হয়েছে ৷' অন্যকিছু নয়।

এ ব্যাপারে হল ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, 'তাদের ২ জনের মধ্যে আগে থেকে কোনো ঝামেলা ছিল ৷ এর জের ধরে কথা কাটাকাটি হয়েছে ৷ এর সঙ্গে ছাত্রলীগ জড়িত না ৷'

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাইফুল ইসলাম খান বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি ৷ তদন্ত করে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে ৷' আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। অপরাধী যেই হোক শাস্তি পেতেই হবে।

ঢাকা, ১৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ