Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০৮:২২

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৫তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও ছাত্রীদের প্রীতিলতা হল চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ছাত্রদের আ ফ ম কামালউদ্দিন হল ও ছাত্রীদের বেগম সুফিয়া কামাল হল রানার আপ হয়েছে।

জানা গেছে, ছাত্রদের মধ্যে শহীদ সালাম বরকত হলের রাসেল মাহমুদ ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শাহাদাত হোসেন রানার আপ, ছাত্রীদের মধ্যে প্রীতিলতা হলের লাবনী সিনহা চ্যাম্পিয়ন এবং বেগম সুফিয়া কামাল হলের ফাতেমা তুজ জোহরা রানার আপ হয়েছেন। এবার বিশ্ববিদ্যালয়ের দ্রুততম মানব শাহাদাত হোসেন এবং দ্রুততম মানবী ফাতেমা তুজ জোহরা।

এছাড়াও সাংবাদিকদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন মোসাদ্দেকুর রহমান (আমার সংবাদ), দ্বিতীয় হাসিব জামান ( বিডি নিউজ ২৪.কম) এবং তৃতীয় হয়েছেন নূর হাছান নাঈম (ভোরের কাগজ)।

এর আগে সকালে রুটিন দায়িত্বে নিযুক্ত ভিসি প্রফেসর মো: নুরুল আলম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর শেখ মো: মনজুরুল হক ও ট্রেজারার প্রফেসর রাশেদা আখতার।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি (রুটিন দায়িত্ব) নূরুল আলম বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ ও সতেজ রাখে। সুস্থ ও সতেজ মন লেখাপড়ার শক্তি যোগায়।খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা এবং নেতৃত্ববোধ গড়ে উঠে। একজন ক্রীয়াবিদ জাতির দূত হিসেবে কাজ করে। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক প্রমুখ। বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী প্রতিযোগিতা উপভোগ করেন।

ঢাকা, ৩০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ