Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে বিজ্ঞপ্তি ছাড়া লেকচারার নিয়োগ

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৭, ১৭:৩৫



ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুইজন অ্যাসিসট্যান্ট প্রফেসর ও দুইজন লেকচারার নিয়োগের সুপারিশ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এর মধ্যে লেকচারার পদে বিজ্ঞপ্তি ছাড়াই দুইজনকে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে।

নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ পাওয়া দু’জন হলেন নিফাত সুলতানা ও মো. আখতারুজ্জামান। তাদের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ নিয়োগের অনুমোদন দেয়া হয়। একই সঙ্গে দীর্ঘদিন শিক্ষা কার্যক্রমে অংশ না নেয়ায় এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বেতন-ভাতাও বন্ধ করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর আজহার জাফর শাহ।

সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর যাবত আজহার জাফর শাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নিয়মিত নন। যার ফলে দীর্ঘদিন তার অনুপস্থিতির কারনে ২০১৪ সালে গঠিত একটি কমিটির মাধ্যমে বিষয়টি তদন্ত হয় এবং কমিটির সুপারিশ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। প্রো-ভিসি (শিক্ষা) ড. নাসরীন আহমাদকে প্রধান করে গঠিত কমিটিতে রয়েছেন সিন্ডিকেট সদস্য ড. নাজমা শাহীন, ড. চন্দ্রনাথ পোদ্দার, এএফএম মেজবাহউদ্দিন, এসএম বাহালুল মজনুন চুন্নু।

এদিকে শিল্পকলার ইতিহাস বিভাগে গত বছর দুই অ্যাসিসট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়। সাধারণভাবে লেকচারার থেকে দুইজন সেই আবেদন করায় বিভাগে দুটি লেকচারার পদ শূন্য হয়। তবে নিজেদের আস্থাভাজনদের নিয়োগ দিতে সিলেকশন বোর্ড কোনো প্রকার বিজ্ঞপ্তি ছাড়া দুইজনকে লেকচারার হিসেবে নিয়োগ দেয়ার সুপারিশ করে।

চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেন বিষয়টি নিয়ে ‘নোট অব ডিফেন্স (অনাস্থা জ্ঞাপন)’ও প্রকাশ করেছেন বলে জানা গেছে। তাই দীর্ঘদিন ওই নিয়োগ আটকে থাকে। তবে সর্বশেষ বুধবার সিন্ডিকেট সেটি গ্রহণ করে।

 

ঢাকা, ২৭ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ