Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘প্রতিটি উদ্ভাবনই উদ্ভাবকের অমূল্য সম্পদ’

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৭, ০৫:৪০



ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তর্জাতিক মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাবির উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্প ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ উদ্যোগে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। সিম্পোজিয়াম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বুধাবার বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ মিলনায়তনে ‘ইন্টিলেক্চুয়াল প্রোপারটি ক্রিয়েশান অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি’ শীর্ষক এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এ বছর আন্তর্জাতিক মেধাস্বত্ব দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘জীবন উন্নয়নে উদ্ভাবন’।

সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. নাসরীন আহমাদ। সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের সিমবায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. অরবিন্দ চিনচুরে।

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মেধাস্বত্ব আইন অনুযায়ী প্রতিটি উদ্ভাবনই উদ্ভাবকের অমূল্য সম্পদ। তাই এই অমূল্য মেধাস্বত্ব সুরক্ষায় আমাদের সচেতনতা বাড়াতে হবে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে জ্ঞানভিত্তিক সৃজনশীল উদ্ভাবনের উপর, তাই মেধাস্বত্ব রক্ষা আইনের মাধ্যমে এই সৃজনশীল কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করতে হবে। সৃজনশীলতা একজন ব্যক্তির মনের বহিঃপ্রকাশ, তা হতে পারে যেকোন ধরনের উদ্ভাবন, ডিজাইন, সিম্বল বা শিল্পকর্ম।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রতিনিধি ড. মো. মোখলেসুর রহমান, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্প-এর পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মহান্ত এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আবদুল মাতলুব আহমেদ।

 

ঢাকা, ২৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ