Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বই পড়া প্রতিযোগিতার পুরস্কার দিল গ্রিন ইউনিভার্সিটি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭, ২৩:২০



 
লাইভ প্রতিবেদক: গ্রিন ইউনিভার্সিটির বই পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল বৃটিশ কাউন্সিল ও গ্রিন ইউনিভার্সিটি।

সোমবার গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব বিজনেস জিম পোলার্ড ও ভিসি প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকির।


এ সময় গ্রিন বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকী, ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক  অ্যাসিসট্যান্ট প্রফেসর সিরাজুম মুনীরা প্রমুখ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রফেসর গোলাম সামদানী ফকির বলেন, জীবনে এগিয়ে যেতে চাইলে জ্ঞানার্জন অপরিহার্য। বই পড়ার আগ্রহ কমে গেলে সামাজিক অবক্ষয় ঘটবে। তাই শুধু প্রতিযোগিতা নয়, জানার জন্যও বই পড়তে হবে। এ ধরনের প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

 

ঢাকা, ২৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ