Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবি ক্যাম্পাস রং এ রঙ্গিন

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭, ২২:০১

আদীব মুমিন আরিফ: উৎসবের নগর জাহাঙ্গীরনগর, ফুলের নগর জাহাঙ্গীরনগর ।১৯৭০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিস্ঠিত হওয়ার পরে একে একে ক্যাম্পাসে পা রাখে ৪৫টি ব্যাচ এরই ধারাবাহিকতায় গত ৯ই মার্চ ক্যাম্পাসের নতুন ব্যাচ ৪৬ ব্যাচের আগমন ঘটে ।

নতুনদের আগমনে মুখরিত হয় ক্যাম্পাচের প্রতিটি হল ,ডিপার্টমেন্ট, শহীদ মিনার, বটতলা । বড়দের সাথে পরিচিত হওয়া, নতুন বন্ধুদের সাথে পরিচিত হওয়া এবং এক রঙিন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু হয় ৪৬তম ব্যাচের ।

নতুনদের এই আগমন যেন বরণ করে নেয় ক্যাম্পাচের প্রকৃতিও নানান রংয়ের বাহারি ফুল লাল কৃষ্ঞচূড়া, হলুদ সোনালু, জারুল ও রঙ্গন ফুলে ক্যাম্পাস যেন এক শিল্পির ক্যানভাস ।জাবির একটি নিজস্ব সংষ্কৃতি হল এর প্রত্যেকটি ব্যাচ ক্যাম্পাসে তাদের আগমনের ততোতম দিন ঘটা করে পালন করে। দেখতে দেখতে ৪৬ তম ব্যাচের ৪৬তম দিন পূর্ণ হল ।

তারই উৎসবে মেতে উঠলো ৪৬তম ব্যাচ।গত ২৩শে এপ্রিল ছিল ৪৬ ব্যাচের ৪৬তম দিন , দিনটি কেন্দ্রিয়ভাবে পালন করে প্রতিটি ডিপার্টমেন্ট । সকালে উঠেই ক্যাম্পাসের ভিবিন্ন পথে লাল, নীল আলপনা ECO-46, ZOOLOGY-46, GP-46, Archeology-46 দেখে চমকে উঠে সবাই ।

সকাল আটটার মধ্যে প্রতিটি ডিপার্টমেন্টে শুরু হয়ে যায় নিজস্ব উদযাপন প্য পো ঢোল তবলার আওয়াজ । সকাল দশটায় শুরু হয় কেন্দ্রিয় র‌্যালি এতে অংশগ্রহন  করে প্রতিটি বিভাগ দুপুর একটা পর্যন্ত সবাই নেচে গেয়ে ,গায় রংমেখে একসাথে আনন্দ করে ।

এরপর একসাথে দুপুরের খাবার একজনের খাবার নিয়ে অন্যের দৌড় সে কি আনন্দ । গ্রীস্মের এই সূর্য হার মেনে গেল ওদের কাছে প্রতিটি মুখ ঘামে সিক্ত তবুও চোখে নেই ক্লান্তির ছাপ । এভাবে সারাদিন নেচে গেয়ে বিকেলে দীঘিতে ডুব সাতার তারপর  হলে ফেরা ।

এরপর সন্ধ্যায় স্নিগ্ধ বাতাসে জমপেস আড্ডা সে কি তারুণ্য, সে কি উৎসব । উৎসবটি যেভাবে রংয়ে , ফুলে, ঢোলের নাচে পালিত করলো ঠিক তেমনি যেন ফুলের মত রঙিন হোক সবার কম্পাস জীবন ।

 

ঢাকা, ২৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ