Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইইউবিএটির প্রো-ভিসি মাহমুদা খানম আর নেই

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৭, ২১:১৪

লাইভ প্রতিবেদক: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপিকা মাহমুদা খানম আর নেই।

সোমবার(২৪শে এপ্রিল) ভোররাতে গণসাস্থ নগর হাসপাতালে তার শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

প্রফেসর মাহমুদা খানমের মৃত্যুতে আইইউবিএটি বিশ্ববিদালয়ে শোকের ছায়া নেমে আসে। দিবসটিকে বিশ্ববিদ্যালয়ের শোক দিবস ঘোষনা করায় ২৪শে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। 

প্রফেসর মাহমুদা খানম যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ডিগ্রি অর্জন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এম.এ. পরিক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. পাশ করেন।

তিনি উপ-সচিব হিসেবে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ ও নারী বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের সহকারী অর্থ উপদেষ্টা ছিলেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষা উপদেষ্টা এবং বাংলাদেশ সিনিয়র এডুকেশন সার্ভিসে মনোবিজ্ঞানের প্রফেসর ছিলেন। তিনি বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৯২ সালে আইইউবিএটি বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞানে অধ্যাপিকা ও কাউন্সেলিং এবং গাইডেন্সের পরিচালক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৯ সালে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেন।

প্রফেসর মাহমুদা খানম দূরদর্শি নারী ছিলেন এবং শিক্ষা, মানব উন্নয়ন, শান্তি ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন। দেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়ে হিসেবে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রস্তাবনা প্রস্তুতিতে সহযোগিতা করার মাধ্যমে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি একজন উদার প্রকৃতির ব্যাক্তিত্ব ছিলেন।

সকাল ১১:৩০ মিনিটে আইইউবিএটি বিশ্ববিদালয়ে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং দ্বীতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জোহোরের নামাজের পর। পরে চার নং সেক্টরের কবর স্থানে তাঁর স্বামীর কবরের পাশে শায়িত করা হয়। 

 

ঢাকা, ২৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ