Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

১ হাজার আসনের হল নির্মাণ করছে জবি

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৭, ১৯:৪৬



লাইভ প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শুরু থেকেই বিভিন্ন সমস্যা নিয়ে পথচলা শুরু করে। সকল সমস্যার মধ্যে অন্যতম সমস্যা ছিল শিক্ষার্থীদের আবাসন সমস্যা। এ নিয়ে শিক্ষার্থীদের অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এবার তাদের এই আবাসন সমস্যার লাঘব হচ্ছে। কেরানীগঞ্জে শিক্ষার্থীদের জন্য ১ হাজার আসনের একটি হল নির্মাণ করা হচ্ছে।

জানা যায়, কেরাণীগঞ্জে নবনির্মিত কারাগারের বিপরীতে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে প্রায় ২৫ বিঘা জমি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা হয়েছে। এখানে ছাত্রদের জন্য এক হাজার আসনের ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ নামে একটি হল নির্মিত হবে।  সেখানে শিক্ষকদেরও আবাসনের ব্যবস্থা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান জানান, আবাসন সমস্যা থেকে উত্তরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে বেশকিছু বড় প্রকল্প নেয়া হয়েছে। নতুন একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ছাত্রদের জন্য এক হাজার আসনের ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ নামে একটি হল নির্মিত হবে এবং সেখানে শিক্ষকদেরও আবাসনের ব্যবস্থা হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়কের দক্ষিণ-পূর্বপাশে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হল নামে ছাত্রীদের জন্য ২০-তলা বিশিষ্ট একটি হলের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিকসহ অন্যান্য সমস্যা নিরসনে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। খবর-বাসস।

 

ঢাকা, ২৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ