Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইইউবি’তে মনোমুগ্ধকর ভারতনাট্যম সন্ধ্যা

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৭, ২২:৪০



লাইভ প্রতিবেদক: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে প্রখ্যাত ভারতনাট্যম শিল্পী কীর্তি রামগোপালের পরিবেশনায় এক মনোমুগ্ধকর ভারতনাট্যম সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ইউনিভার্সিটির বসুন্ধরা ক্যাম্পাসে এই মনোমুগ্ধকর ভারতনাট্যম সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


আইইউবি ও সাংস্কৃতিক সংগঠন সাধনা’র যৌথ উদ্যোগে আয়োজিত এই একক ভারতনাট্যম সন্ধ্যায় অসাধারণ ধ্রুপদী নৃত্যশৈলী প্রদর্শন করে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন খ্যাতিমান  শিল্পী কীর্তি রামগোপাল।

প্রায় দেড় ঘন্টার এই আয়োজনে নৃত্যের বিভিন্ন মুদ্রায় তিনি একে একে পরিবেশন করেন মাল্লারী, আলারিপ্পু, অষ্টপদী ও তিল্লানা। নৃত্যের তাল, অপূর্ব সুর-মূর্ছনা ও মোহনীয় আলোক প্রক্ষেপণে অভাবনীয় এক দৃশ্যপট তৈরি হয় আইইউবি মিলনায়তনে। দর্শক-শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন এই গুণী শিল্পীর প্রতিটি পরিবেশনা।

নৃত্য পরিবেশনা শেষে শিল্পীকে আইইউবি’র পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী শুভেচ্ছা স্মারক হিসাবে কীর্তি রামগোপালকে আইইউবি’র উত্তরীয় পরিয়ে দেন। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি’র চেয়ারম্যান তৌহিদ সামাদ এবং সাংস্কৃতিক সংগঠন সাধনা’র আর্টিস্টিক ডিরেক্টর লুবনা মরিয়ম শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অর্থ কমিটির চেয়ারম্যান এ কে আশরাফ উদ্দীন আহমেদ, আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ওয়াজিদ আলী খান পন্নী, এ কাইয়ূম খান, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি’র সাবেক চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজের সদস এস এম আল হোসাইনী, ইএসটিসিডিটি’র সদস্য নিলুফার জাফরউল্লাহ এমপি, উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা ।

 

ঢাকা, ২৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ