Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কোলন ক্যান্সারে প্রাণ হারালেন জবি শিক্ষার্থী আলী

প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২২, ০৬:১৭

জবি লাইভ: কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই শিক্ষার্থীর নাম আহম্মদ আলী (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জবি শিক্ষার্থী আহম্মদ আলী। দীর্ঘদিন থেকে কোলন ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি। আহম্মদ আলীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহপাঠী ও শিক্ষকদের মাঝে।

আলীর গ্রামের বাড়ি নাটোরের লালপুর। মৃত্যুর পর তার মরদেহ লালপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিকেল ৫টায় আলীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আলীর মৃত্যুতে শোক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আলীর বন্ধু জগেশ রায় ফেসবুকে লিখেন, সকালে উঠে বন্ধু আহমদ আলী'র পৃথিবী থেকে চলে যাওয়ার খবর আমার জন্য সত্যি ভয়ংকর দুঃসংবাদ। আমার সহজ-সরল, প্রাণবন্ত, স্বপ্নবাজ, অমায়িক বন্ধুটির সাথে আর কখনো দেখা হবে না। আমার বকবকানি শুনবে না। ঈশ্বর, তার পরিবারের প্রতি সহায় হোন।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের ক্যাম্পাসলাইভকে বলেন, আমরা আলীর মৃত্যুতে শোকাহত। আলী দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ছিলো, আমরা আশা করেছিলাম আলী কামব্যাক করবে কিন্তু ১০টা কেমোথেরাপি দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হলো না। আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

ঢাকা, ৩১ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ