Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বৃষ্টিতে ঢাবির হলে মুড়ি পার্টি

প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২২, ০৮:৪৩

শেখ শাকিল হোসেন: বৃষ্টির দিনে ঘরবন্দী মানুষের জীবনে বৈচিত্র্য আনে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলের শিক্ষার্থীরা খিচুড়ি, মুড়ি, চানাচুরসহ বিভিন্ন মুখরোচক খাবারের আয়োজনে বৃষ্টিকে বরণ করেন। এ যেন আবহাওয়ার আবেদন।

বুধবার বিকেলে সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের ভেতর এমনি ভিন্নধর্মী আয়োজনের তৎপরতা দেখা গেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, কবি জসিমউদদীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা মুড়ি পার্টির আয়োজন করেছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ইংরেজি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান রবিন ক্যাম্পাসলাইভকে জানান, বৃষ্টির দিন আমাদের হল জীবনে নতুন মাত্রা যোগ করে, মনকে সজীব করে তুলে। বন্ধুদের থেকে চাঁদা তুলে আমরা মুড়ি পার্টির আয়োজন করেছি।

ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী রিয়াদ আরফিন ক্যাম্পাসলাইভকে জানান, শীতের বৃষ্টিতে মায়ের হাতের রান্না খিচুড়ি কিংবা পরিবারের সবাইকে নিয়ে সরিষার তেল দিলে মুড়ি-চানাচুর খাওয়ার রেওয়াজ রয়েছে। বৃষ্টির দিনটা আমরা ভিন্ন আঙ্গিকে খিচুড়ি, মুড়ি-চানাচুর দিয়ে উৎযাপন করি।

ঢাকা, ২৬ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ