Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

করোনায় আক্রান্ত হলো জবির সাত শিক্ষার্থী

প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ০৬:০৯

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন করে সাতজন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এদের মধ্যে এই বিভাগের দ্বিতীয় বর্ষের চারজন এবং তৃতীয় বর্ষের তিনজন বলে জানা যায়।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. আইনুল ইসলাম ক্যাম্পাসলাইভকে জানান, 'এখন পর্যন্ত প্রাণরসায়ন বিভাগের মোট সাতজন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। বিভাগের বাকি শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করার জন্য বলা হয়েছে।’

এ বিষয়ে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. লাইসা আহমেদ লিসা ক্যাম্পাসলাইভকে বলেন, ‘গত সপ্তাহে বিভাগের দ্বিতীয় ব্যাচের পরীক্ষা শুরু করার কথা ছিল। তখন ওদের একজন রিপোর্ট করলো যে, এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত। অন্যরাও অসুস্থবোধ করছিল। পরীক্ষাও পিছিয়ে নেওয়া হয়েছিল। সব ব্যাচকে টেস্ট করাতে বললাম। এরমধ্যে মিটিং করে ভিসি স্যারের সঙ্গে আলাপ করলে যেহেতু রসায়নেও আক্রান্ত হয়েছে তখন স্যার বললেন, যারা করোনা পজিটিভ হবে তাঁদের জন্য পরীক্ষার আলাদা ব্যবস্থা করতে আর যারা আক্রান্ত হয়নি তাঁদের পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য। গতকাল চতুর্থ ব্যাচের একটা পরীক্ষা ছিল, তবে তাঁদের সবার টেস্ট না হওয়ায় পরীক্ষা পিছিয়েছি।’

লাইসা আহমেদ লিসা আরও বলেন, ‘রসায়ন বিভাগসহ অনেক বিভাগেই এরকম ধরা পড়ছে। তাঁদের খবর হয়ত আসছে না। কিন্তু সবাই এ ব্যবস্থাপনায় যাচ্ছে। কি করবে? কারণ দুইজনের জন্য বাকি চল্লিশ জনের তো বন্ধ করা সম্ভব হচ্ছে না।

আক্রান্ত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন তাঁদের জন্য স্পেশালভাবে প্রশ্ন প্রণয়ন করে আবার পরীক্ষা নেওয়া হবে।’

ঢাকা, ১৫ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ