Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবি'র 'খ' ইউনিটের প্রশ্নপত্রের সমাধান

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার ২০১৬, ০৯:০৭

 

ঢাবি লাইভ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিট এর অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুক্রবার সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, খ-ইউনিটে ২,২৪১ (দুই হাজার দুইশত একচল্লিশ)টি আসনের জন্য মোট ৩৪,৬০৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

নিম্নে 'খ' ইউনিটের প্রশ্নের উত্তর মালা প্রকাশ করা হলো।

General English solution:

1. The English considered them to be Egyptians
2. Gypsies have always been considered as suspicious
3. are always on the move
4. it is easy to put them up
5. sluggish
6. A day on ---(is, longer)
7.There's paper -----(on,in)
8. Had I heard ------- (would have taken)
9. Do you know ------( no article)
10. My nephew -----(come round with)
11. It's partially -----(something)
12. Call of ----(postpone)
13.By the middle -----(will have become)
14. The recipe -----(ingredients)
15. Although research -----(would prove)
16. Like foolish----(unconcerned, threat)
17. Spelling -----(hypochondriac)
18. Exhausted ----- (drained)
19. Translation------( We should be hopeful about our future)
20. Value------(Judgement)
21. Tenacious ------(Firm)
22. Gloomy (A) ------ (bright)
Correction
23. Irom Sharmila has been on hunger strike since the year 2000
24.The announcer awarded the prize to Jamil and me
25. Whose glasses are these? Are these yours or Sohel's

General Knowledge:
01. বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? (Which river of Bangladesh is known for natural fish breeding?)
A. হালদা (Halda) B. মেঘনা (Meghna) C. যমুনা (Jamuna) D. পদ্মা (Padma)
Ans. A
02. পন্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি? (The birthplace of Pandit Atish Dipankar _______)
A. চট্টগ্রাম (Chittagong) B. কুমিল্লা (Comilla) C. বিক্রমপুর (Bikrampur) D. ময়মনসিংহ (Mymensingh)
Ans. C
03. আড়িয়াল বিল কোথায় অবস্থিত? (Where is Arial Beel?)
A. কুড়িগ্রাম (Kurigram) B. নড়াইল (Narail) C. নাটোর (Natore) D. মুন্সিগঞ্জ (Munshiganj)
Ans. D
04. দুবলার চর কোথায় অবস্থিত? (Where is Dublar Char located?)
A. সেন্ট মার্টিন দ্বীপে (in St. Martin’s Island)
B. সুন্দরবনের দক্ষিণ উপকূলে (The southern coastal area of Sundarban)
C. ভোলায় (in Bhola)
D. কক্স বাজারে (in Cox’s Bazar)
Ans. B
05. নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই? (Which of the following countries has no seaport?)
A. লেবানন (Lebanon) B. মিশর (Egypt) C. আফগানিস্তান (Afghanistan) D. আলজেরিয়া (Algeria)
Ans. C
06. টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেন? (Who scroed the first double century in test cricket for Bangladesh?)
A. মোহাম্মদ আশরাফুর (Mohammad Ashraful)
B. মমিনুল হক (Mominul Haque)
C. তামিম ইকবাল (Tamim Iqbal)
D. মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)
Ans. D
07. ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহের অনুষ্ঠিত হবে? (Which city will host the 2020 Summer Olympics?)
A. মস্কো (Moscow) B. দোহা (Doha) C. টোকিও (Tokyo) D. লস এঞ্জেলেস (Los Angeles) Ans.
Ans. C
08. কোন শহরটি ‘বিগ অ্যাপেল’ নামে পরিচিত? (Which city is known as the ‘Big Apple’?)
A. প্যারিস (Paris) B. নিউ ইয়র্ক (New York) C. লন্ডন (London) D. সিঙ্গাপুর (Singapore)
Ans. B
09. সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন _________ (Satyendranath Bose was _______)
A. অর্থনীতিবিদ (an economist) B. চিকিৎসক (a physician) C. সমাজবিজ্ঞানী (a sociologist) D. পদার্থবিদ (a physicist)
Ans. D
10. পিরান্হা কী? (What is a piranha?)
A. সাপ (snake) B. মাছ (fish) C. ব্যাঙ (frog) D. কচ্ছপ (tortoise)
Ans. B
11. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী হলেন- (The present Prime Minister of the United Kingdom is-)
A. তেরেসা মে (Theresa May) B. বরিস জনসন (Boris Jonson)
C. ডেভিড ক্যামেরুন (David Cameron) D. অ্যাঙ্গেলা মরকেল (Angela Morkel)
Ans. A
12. মার্কিন সাতারু মাইকেল ফেলপ্স্ মোট কয়টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন? (How many Olympic gold medals has the US swimmer Michael Phelps won?)
A. ২৩টি (23) B. ১৩টি (13) C. ২৪টি (24) D. ৯টি (9)
Ans. A
13. বছরের সবচেয়ে দীর্ঘ দিন কোনটি? (Which is the longest day of the year?)
A. ২০ জুন (20th June) B. ২১ জুন (21st June) C. ২২ জুন (22nd June) D. ২৭ জুন (27th June)
Ans. B
14. ইন্টারপোল কী? (What is Interpol?)
A. আন্তর্জাতিক পুলিশ সংস্থা (International Police Organization)
B. আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা (International Political Organization)
C. আন্তর্জাতিক পোলিও নিয়ন্ত্রণ সংস্থা (International Polio Control Organization)
D. আন্তর্জাতিক বাজার উন্নয়ন সংস্থা (International Publicity Organization)
Ans. A
15. হেলসিংকি কোন দেশের রাজধানী? (Helsinki is the capital of _______)
A. সুইডেন (Sweden) B. ফিনল্যান্ড (Finland) C. পোল্যান্ড (Poland) D. নরওয়ে (Norway)
Ans. B
16. মিয়ানমারের প্রেসিডেন্ট কে?(Who is the President of Myanmar?)
A. অং সান সুচি (Aung San Suu Kyi)
B. তিন কিয়াও (Htin Kyaw)
C. জেনারেল খান সেইন (General Than Sein)
D. টিম মিও উইন (Tim Meo Win)
Ans. B
17. ‘তাহরির’ স্কোয়ার কোথায় অবস্থিত? (Where is ‘Tahrir Square’ situated?)
A. আম্মান (Amman) B. তেহরান (Tehran) C. বাগদাদ (Baghdad) D. কায়রো (Cairo)
Ans. D
18. উত্তরা গণভবন কোথায় অবস্থিত? (Where is Uttara Ganaghaban located?)
A. নাটোর (Natore) B. বগুড়া (Bogra) C. রাজশাহী (Rajshahi) D. পাবনা (Pabna)
Ans. A
19. সালভাদর দালি ছিলেন একজন- (Salvador Dali was a-)
A. বিজ্ঞানী (scientist) B. কবি (poet) C. চিত্রশিল্পী (painter) D. অভিযাত্রী (explorer)
Ans. C
20. ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? (Brazil was a colony of _______)
A. ডেনমার্ক (Denmark) B. নেদারল্যান্ডস (The Netherlands)
C. পর্তুগাল (Portugal) D. স্পেন (Spain)
Ans. C
21. ল্যুভ মিউজিয়াম কোথায় অবস্থিত? (Where is the Louvre Museum situated?)
A. মিউনিখ (Munich) B. রোম (Rome)
C. লন্ডন (London) D. প্যারিস (Paris)
Ans. D
22. একমাত্র কোন দেশ একইসঙ্গে ওপেক এবং কমনওয়েলথ-এর অন্তর্ভূক্ত? (The only country which is a member of both OPEC and the Commonwealth __________)
A. নরওয়ে (Norway) B. নাইজেরিয়া (Nigeria)
C. ওমান (Oman) D. সৌদি আরব (Saudi Arabia)
Ans. B
23. মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে গঠা একটি প্রাচীন সভ্যতার নাম- (The name of an ancient civilization in Mexico-)
A. আকসুম (Aksum) B. আজটেক (Aztec)
C. ভাইকিং (the Vikings) D. মেসোপোটেমীয়(Mesopotamia)
Ans. B
24. ক্রিকেট পিচের দৈর্ঘ্য হলো- (The length of a cricket pitch is-)
A. ৬০ ফুট (60 feet) B. ৬২ ফুট (62 feet)
C. ৬৫ ফুট (65 feet) D. ৬৬ ফুট (66 feet)
Ans. D
25. নিচের কোন দেশের সংবিধান অলিখিত? (Which of the following countries has a constitution which is unwritten?)
A. যুক্তরাষ্ট্র (The United States of America)
B. জার্মানি (Germany)
C. ভারত (India)
D. যুক্তরাজ্য (The United Kingdom)
Ans. D
26. পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়? (When is the Biju festival celebrated in the Chittagong Hill Tracts?)
A. বৌদ্ধ পূর্ণিমাতে (during Buddha Purnima)
B. পহেলা ফাল্গুনে (on the first day of Falgun)
C. পহেলা বৈশাখে (on the first day of Bishakh)
D. ফসল কাটার সময় (during the harvest)
Ans. C
27. প্রিজন নোটবুক বইটির রচয়িতা কে? (Who wrote The Prison Noteboosk?)
A. আন্তনিও গ্রামসি (Antonio Gramsci)
B. ফ্রেডরিক এঙ্গেলস (Friendrich Engels)
C. নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela)
D. মাও সে তুং (Ma Tse Tung)
Ans. A
28. মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? (Where are the headquarters of the Human Rights Commission?)
A. নিউ ইয়র্ক (New York)
B. প্যারিস (Paris)
C. জেনেভা (Geneva)
D. লন্ডন (London)
Ans. C
29. রিখটার স্কেল ব্যবহার করা হয় _______এর মাত্রা পরিমাপের জন্য। (The Richter Scale is used for measuring _______)
A. টর্নেডো (tornados)
B. সুনামি (tsunamis)
C. বন্যা (floods)
D. ভূমিকম্প (earthquakes)
Ans. D
30. ‘ব্রিকস’ একটি সংগঠন যার সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং ________। (BRICS is an organization consisting of Brazil, Russia, India, China and ______.)
A. সিয়েরা লিয়ন (Sierra Leone)
B. শ্রীলংকা (Sri Lanka)
C. দক্ষিণ আফ্রিকা (South Africa)
D. সিরিয়া (Syria)
Ans. C
31. লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের রচিয়তা- (The Writer of Long Walk to Freedom is-)
A. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (Bangabandhu Sheikh Mujibur Rahman)
B. নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela)
C. মাহাথির মোহাম্মদ (Mahathir Mohammad)
D. জওহরলাল নেহরু (Jawaharlal Nehru)
Ans. B
32. জাপানের অন্য নামটি হচ্ছে- জাপানের অন্য নামটি হচ্ছে- জাপানের অন্য নামটি হচ্ছে- (The other name of Japan is-)
A. ক্যাথে (Cathay)
B. নিপ্পন (Nippon)
C. কিওতো (Kyoto)
D. সামুরাই (Samurai)
Ans. B
33. দি রিপাবলিক গ্রন্থটির রচয়িতা- (The author of The Republic is-)
A. প্লাটো (Plato)
B. সক্রেটিস (Socrates)
C. অ্যারিস্টটল (Aristotle)
D. হোরেস (Horace)
Ans. A
34. বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা- (The number of common rivers between Bangladesh and India is-)
A. ৫০ (50)
B. ৫২ (52)
C. ৫৩ (53)
D. ৫৪ (54)
Ans. D
35. কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম- (The present Prime Minister of Canada is-)
A. পিয়ের ট্রুডো (Pierre Trudeau)
B. ডেভিড ক্যামেরন (David Cameron)
C. জাস্টিন ট্রুডো (Justin Trudeau)
D. এডব্রডবেন্ট (Ed Broadbent)
Ans. C
36. ১৯৬০ সালে কোন দেশ সর্বপ্রথম একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করে? (Which country first elected a woman Prime Minister in 1960?)
A. ভারত (India)
B. ইসরায়েল (Israel)
C. আয়ারল্যান্ড (Ireland)
D. শ্রীলংকা (Sri Lanka)
Ans. D
37. মাইকেল জর্ডান কোন খেলার সঙ্গে যুক্ত? (With which sports is Michael Jorden associated?)
A. বেসবল (Baseball)
B. বাস্কেটবল (Basketball)
C. ফুটবল (Football)
D. রাগবি (Rugby)
Ans. B
38. এএফপি কোন দেশের সংবাদ সংস্থা? (AFP is a news agency of ______)
A. ফ্রান্স (France)
B. পোল্যান্ড (Poland)
C. ব্রিটেন (Britain)
D. জার্মানি (Germany)
Ans. A
39. কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন? (In which of the following films did Kazi Nazrul Islam act?)
A. আয়না (Ayna)
B. ধ্রুব (Dhuba)
C. পথে হল দেরি (Pathe Holo Deri)
D. রক্তকরবী (Raktakarobi)
Ans. B
40. এডেন কোন দেশের সমুদ্র বন্দর? (Aden is a sea port of _______)
A. ইয়েমন (Yemen)
B. কাতার (Qatar)
C. ওমান (Oman)
D. ইরাক (Iraq)
Ans. A
41. গারুদা কোন দেশের বিমান সংস্থা? (Garuda is the airline of _______)
A. গ্রিস (Greece)
B. শ্রীলংকা (Sri Lanka)
C. ভুটান (Bhutan)
D. ইন্দোনেশিয়া (Indonesia)
Ans. D
42. গ্রীন পীস কোন ধরনের সংগঠন? (What type of organization is Green Peace?)
A. নারীবাদী (feminist)
B. সামরিক (military)
C. অর্থনৈতিক (economic)
D. পরিবেশবাদী (environmentalist)
Ans. D
43. কোনটি মধ্য এশিয়ার রাষ্ট্র নয়? (Which is not a central Asian country?)
A. আজারবাইজান (Ajarbaizan)
B. কাজাখস্তান (Kazakhstan)
C. তাজিকিস্তান (Tajikistan)
D. আলজেরিয়া (Algeria)
Ans. D
44. ওআইসি-এর প্রধান কার্যালয় কোথায়? (Where are the headquarters of OIC situated?)
A. তেহরান (Tehran)
B. জেদ্দা (Jeddah)
C. কায়রো (Cairo)
D. রিয়াদ (Riyadh)
Ans. B
45. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? (On which river does Mahasthangarh stand?)
A. গঙ্গা (the Ganges)
B. করতোয়া (the Korotoa)
C. মহানন্দা (the Mahananda)
D. ডাকাতিয়অ (the Dakatia)
Ans. B
46. ভারতের শেষ মোঘল সম্রাট কে ছিলেন? (Who was the last Mughal emperor of India?)
A. শাহজাহান (Shah Jahan)
B. আকবর (Akbar)
C. বাহাদুর শাহ (Bahadur Shah)
D. হুমায়ন (Humayun)
Ans.C
47. সাভারে জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে? (Who is the architect of the National Monument situated in Savar?)
A. সৈয়দ মইনুল হোসেন (Syed Moinul Hossain)
B. এফ আর খান (F R Khan)
C. নিতুন কুণ্ডু (Nitun Kundu)
D. হামিদুর রহমান (Hamidur Rahman)
Ans. A
48. কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী? (Which planet is the nearest of the sun?)
A. বুধ (Mercury)
B. মঙ্গল (Mars)
C. বৃহস্পতি (Jupitar)
D. শুক্র (Venus)
Ans. A
49. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? (Which is the longest river of Europe?)
A. দানিয়ুব (the Daniyub)
B. ভলগা (the Volga)
C. রাইন (the Rhine)
D. টেমস (the Thames)
Ans. B
50. বাংলার প্রথম নবাব কে ছিলেন? (Who was the first Nawab of Bengal?)
A. আলীবর্দী খান (Alibardi Khan)
B. সুজাউদ্দিন মুহাম্মদ খান (Shujauddin Muhammad Khan)
C. মুর্শিদকুলী খান (Murshid Quli Khan)
D. সিরাজ-উদ-দৌলা (Siraj-ud-Doulah)
Ans. C

Bangla solutions:
1. ণ-ত্ব বিধি অনুসারে কোন জোড় অশুদ্ধ বানন?
ক. দুর্নিবার, নবারুণ খ. হরিণ, মূল্যায়ন গ. কেরাণি, পরগণা ঘ. পণ, প্রণয়ন
উত্তর:গ
2. ‘জেন্দা’ কী?
ক. ভাষা খ. জাতি গ. গ্রন্থ ঘ. গোষ্ঠী
উত্তর:ক
3. ‘জ্যেষ্ঠের অবিবাহিত অবস্থায় কনিষ্ঠের বিয়েকে’-এক শব্দে কী বলা হয়?
ক. অগ্রবেয় খ. পরিবেদন গ. পরদানি ঘ. অগ্রদানি
উত্তর:খ
4. ‘হিন্দি’ শব্দটি মূলত কোন ভাষা থেকে গৃহীত?
ক. ফারসি খ. সংস্কৃত গ. হিন্দি ঘ. প্রাকৃত
উত্তর:ক
5. ‘দুর্বাধ্য’ শব্দের অর্থ-
ক. বধ করা সহজ নয়- খ. বোঝা সহজ নয় গ. বাধ্য করা সহজ নয় ঘ. বোকা
উত্তর:ক
6. ‘রুগৃণ’ বিশেষণের বিশেষ্য রূপ-
ক. রোগী খ. রোগিণী গ. রোগাটে ঘ. রোগ
উত্তর:ঘ
7. ‘সাত ভায়া’ গ্রামের উল্লেখ রয়েছে কোন রচনায়?
ক. আমি কিংবদন্তির কথা বলছি খ. নূরলীদীনের কথা মনে পড়ে যায়
গ. চাষার দুক্ষু ঘ. আহবান
উত্তর:গ
8. ‘সশস্ত্র সুন্দেরের অনিবার্য অভ্যুত্থান ______ -এই পঙক্তির শূন্য স্থানে বসবে যে শব্দ:
ক. স্বাধীনতা খ. মুক্তি গ. কবিতা ঘ. সংগীত
উত্তর:গ
9. ‘Beauty sleep’ বলতে বোঝায়-
ক. গভীর ঘুম খ. প্রথম রাত্রির ঘুম গ. সুন্দর ঘুম ঘ. দুপুর রেলার ঘুম
উত্তর:ক
10. ‘বহু দেখেছে যে’- এক কথায়,
ক. ভূয়োদর্শী খ. দূরদর্শী গ. সমদর্শী ঘ. দার্শনিক
উত্তর:ক
11. ‘ঘর্ষণ বা পেষণজাত সুগন্ধ’ অর্থে কোন শব্দটিকে বোঝায়?
ক. পরিমল খ. স্নিগ্ধ গ. বিধুর ঘ. সুবাসিত
উত্তর:ক
12. ‘টঙ্কার’ শব্দের সম্প্রসারিত বাক্য কোনটি?
ক. ট্যাংকের শব্দ খ. ধাতব টাকার শব্দ গ. ধনুকের ছিলার শব্দ ঘ. ধনুষ্টংকার রোগীর গোঙানির শব্দ
উত্তর:গ
13. ‘বন্দুকের গুলি ছোড়া অনুশীলনের জন্য স্থাপিত লক্ষ্য’- বৃথাটির সংক্ষিপ্ত রূপ-
ক. চতুরঙ্গ খ. চাঁদমারি গ. অধ্যাস ঘ. নিশানা
উত্তর:খ
14. ‘ভীল’ কী?
ক. এক প্রকার পোকা খ. ভারতীয় আদি জাতিবিশেষ
গ. অনুর্বর জমি ঘ. মহাভারতের একটি চরিত্র
উত্তর:খ
15. ‘উদীচী’ শব্দের অর্থ-
ক. পূর্বদিক খ. উত্তরদিকে গ. উত্তরণ ঘ. জাগরণ
উত্তর:খ
16. ‘আহ্বান’ গল্পের বুড়িকে কোন গাছের নিচে কবর দেয়া হয়েছে?
ক. ডালিম খ. তিত্তিরাজ গ. ছাতিম ঘ. সোঁদাল
উত্তর:খ
17. কোনটি সমষ্টিবোধক শব্দ নয়?
ক. নিকর খ. নিচয় গ. কূল ঘ.দাম
উত্তর:গ
18. ‘উপকূলের উনত্রিশ জন জেলে অতিশয় অত্যাচারিত হয়ে সম্রাটের কাছে প্রতিকার চাইলেন।’- এই বাক্যে উপসর্গ রয়েছে কয়টি?
ক. ছয়টি খ. পাঁচটি গ. নয়টি ঘ. তিনটি
উত্তর:খ
19. নিচের কোন কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচিত নয়?
ক. বিভীষণের প্রতি মেঘনাদ খ. ঐকতান গ. সেই অস্ত্র ঘ. আঠারো বছর বয়স
উত্তর:ঘ
20. ‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের পথ-প্রদর্শক কে?
ক. রাষ্ট্র খ. মানবধর্ম গ. তারুণ্য ঘ. সত্য
উত্তর:ঘ
21. ‘মাসি-পিসি’ গল্পে দুই বিধবার চরিত্রে মিল কিসে?
ক. জামাইকে ঠকানোর চিন্তায়
খ. দায়িত্বশীলতা ও মানবিক জীবনযুদ্ধে
গ. ব্যবসায়বুদ্ধিতে
ঘ. নৌকাচালানোর পারদর্শিতায়
উত্তর:খ
নিচের স্তবকটি পড়ো এবং নিচের চারটি প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দাও (২২-২৫) :
এই পৃথিবীতে এক স্থান আছে – সবচেয়ে সুন্দর করুন:
সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে িঅবিরল;
সেখানে গাছের নাম : কাঁঠাল, অশ্বথ, বট, জারুল, হিজল;
সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ;
সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে – সেখানে বরুণ
কর্ণফুলী ধলেশ্বর পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল;
সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল,
সেইখানে লক্ষ্মীপেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ;
সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর;
সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে;
22. নিচের কোনটি পতঙ্গের নাম?
ক. মধুকূপী খ. জারুল গ. সুদর্শন ঘ. বারুণী
উত্তর:গ
23. স্তবকটিতে কয়টি গাছের নামের উল্লেখ রয়েছে?
ক. চারটি খ. ছয়টি গ. পাঁটটি ঘ. সাতটি
উত্তর:গ
24. গঙ্গাসাগর কী?
ক. বঙ্গোপসাগর খ. একটি দিঘির নাম
গ. ভিন্ন একটি উপসাগর ঘ. গঙ্গা যেখানে সাগরে মিশেছে
উত্তর:ঘ
25. স্তবকটিতে ব্যবহৃত ড্যাশ, কোলন ও সেমিকোলনের মোট সংখ্যা কত?
ক. ১২ খ. ১০ গ. ৮ ঘ. ১১
উত্তর:ঘ

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ