Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মানারাতে উইমেন টেক মেকারসের কর্মশালা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৭, ২২:৫৯


মানারাত লাইভ: তথ্য ও প্রযুক্তিখাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় গুগলের নারী প্রযুক্তিবিদদের নিয়ে তৈরি আন্তর্জাতিক কমিউনিটি ‘উইমেন টেক মেকারস’-এর বাংলাদেশ চ্যাপ্টার এ কর্মশালা আয়োজন করে । আজ সোমবার সকাল ১১টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও সিএসই বিভাগের প্রধান আশরাফুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মশালায় ফার্মেসি বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর নার্গিস সুলতানা চৌধুরী, ড. লুবনা জাহান, ফাতেমা-তুজ-জোহরা, লেকচারার রিক্তা বানু, আইন বিভাগের লেকচারার হোসনে আরা প্রমুখ বক্তৃতা করেন।


কর্মশালায় প্রোক্টর ও সিএসই বিভাগের প্রধান আশরাফুল ইসলাম প্রযুক্তিখাতের উন্নয়নে অন্যান্য নারী উদ্যোক্তাদের মতো মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রীদেরও অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।

বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে ‘উইমেন টেক মেকারস’-এর পক্ষে উপস্থিত ছিলেন এর ব্রাক ইউনিভার্সিটি লিড নুজহাত খান।

 

ঢাকা, ১৭ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ