Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাওরবাসীর জন্য জাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৭, ০২:১৯

 

জাবি লাইভ: সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জসহ বেশ কয়েকটি জেলার হাওরাঞ্চলের বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি এমন অভিযোগে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, বাড়ি ঢল ও অতি বর্ষণের কারণে বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় হাওর অঞ্চলের অবস্থা নাজুক। ধ্বংস হয়ে গেছে আবাদি জমির সকল ফসল। কৃষকদের অন্যতম প্রধান অবলম্বন বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন তারা। অনিশ্চিত ভবিষ্যতের কিনারে দাঁড়িয়ে চারদিকে চলছে আহাজারি ও শোকের মাতম। অথচ রাষ্ট্রের সেদিকে পর্যাপ্ত নজরদারি নেই।

সংবাদপত্রের মাধ্যমে জানা যায় যে, হাওড় অঞ্চলে বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর কর্মকর্তা এবং বাঁধ নির্মাণে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানসমূহের গাফিলতিই এই দুর্যোগের প্রধান কারণ।

এই পরিস্থিতিতে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত ত্রাণ সরবরাহ করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, দায়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর কর্মকর্তা ও বাঁধ নির্মাণে নিযুক্ত ঠিকাদারদের বিচার এবং বন্যা মোকাবিলায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম, সাধারণ সম্পাদক নাজির আমিন চৌধুরী জয়, সহ-সভাপতি অলিউর রহমান সান, সাংগঠনিক সম্পাদক অরিফুল ইসলাম অনিক ও দফতর সম্পাদক সালমান।

 

ঢাকা, ১৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ