Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আর্মি ইউনিভার্সিটিতে তরুণ বিজ্ঞানীদের মেলা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৭, ০৯:৫৬

লাইভ প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) স্থায়ী ক্যাম্পাসে ‘প্রকল্প প্রদর্শনী মেলা ২০১৭’ আয়োজন করা হয়েছে। ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্র ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগীতায় ‘বাউয়েট অটোম্যাশন ও রোবটিক্স ক্লাবের’ উদ্যোগে দুইদিনব্যাপী মেলার উদ্বোধন করেন ভিসি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার এএইচএম শহীদউল্লাহ, পিএসসি।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লে: কর্ণেল (অবঃ) জি এম আজিজুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান- এসোসিয়েট প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান- এসোসিয়েট প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন ও বিচার বিভাগের প্রধান- এসোসিয়েট প্রফেসর মোঃ শহীদুল ইসলাম, প্রক্টর ও গণিত বিভাগের প্রধান- এসিস্ট্যান্ট প্রফেসর মোঃ নাসির উদ্দীন, সিএসই বিভাগের এসোসিয়েট প্রফেসর, মোহাম্মদ গোলাম সরওয়ার ও সহকারি প্রফেসর, আছমা ইয়াসমিন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান- ও ক্লাবের সভাপতি- এসিস্ট্যান্ট প্রফেসর মোঃ আকরামুল আলীম ও এসিস্ট্যান্ট প্রফেসর মোমতাজুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান- এসিস্ট্যান্ট প্রফেসর মোঃ হামিদুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর সৈয়দ নাজমুল হুদা, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর (অবঃ) মো. জুলফিকার হায়দার, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম এবং বিভাগীয় শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের নিজস্ব উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং সন্তোষটি প্রকাশ করেন। মেলায় হার্ডওয়্যার নির্ভর প্রকল্প ৪১টি, সফ্টওয়্যার ওয়েভ ডেভেলপমেন্ট প্রকল্প ৮টি, পোস্টার প্রেজেন্টেশন প্ল্যাটফর্ম প্রকল্প ৫টি, আইডিয়া ফিয়েস্টা ৮টিসহ মোট ৬২টি গ্রুপে মোট ১৮৮ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে।


ঢাকা, ১৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ