Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবিতে বক্তারা একমুখী শিক্ষা ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিবে

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৭, ০৪:২৮


ঢাবি লাইভ: একমুখী শিক্ষা ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনাকে অনেক দূর এগিয়ে নিবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন।

বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি গেমস রুমে আয়োজিত ‘মুক্তিযুদ্ধেও চেতনায় শিক্ষা ব্যবস্থা ও আমাদেও করণীয়’ বিষয়ক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি অভিমত ব্যক্ত করেন। সেমিনারের আয়োজন করেন ‘বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে, তবে মূল যে শিক্ষা ব্যবস্থা তা কিন্তু ঠিক রাখতে হবে। সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে একমূখী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

সেমিনারে ভিসি বলেন, বঙ্গবন্ধু যে শিক্ষানীতি বাস্তবায়নের নির্দেশ দিয়ে ছিলেন তখন কুদরতে খোদা বঙ্গবন্ধুর হাতে যে শিক্ষানীতি অর্পন করেছিলেন সেখানে কিন্তু তিনি মুক্তিযুদ্ধের চেতনা কি হওয়া উচিত তা সুন্দর ভাবে দেয়া আছে।

সেখানে একমূখী শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে। আজকে শিক্ষা ব্যবস্থায় নানা পরিবর্তন এসেছে। সেখানে বাংলা মাধ্যম , ইংরেজি মাধ্যম ও মাদরাসা শিক্ষা আছে , এই জায়গায় যদি আমাদের সংবিধানের সাথে সাদৃশ্য রেখে একমূখী শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি সেটি মনে হয় মুক্তিযুদ্ধের চেতনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

বাকবিশিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অনারবি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার , বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চেয়ারম্যান অধ্যাপক মুফিজুর রহমান প্রমুখ।

 

ঢাকা, ১২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ