Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নববর্ষ আসন্ন রঙিন সাজে মাভাবিপ্রবি ক্যাম্পাস

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৭, ০৩:২৪


মাভাবিপ্রবি লাইভ: আর মাত্র একদিন পরেই পহেলা বৈশাখ। নানা আয়োজনের মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পালন করতে যাচ্ছে বাংলা নববর্ষকে।

ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচী। কর্মসূচীর মধ্যে রয়েছে আল্পণা অঙ্কন, মঙ্গল শোভাযাত্রা, বাঙালী ঐতিহ্যের নানা রকম সুস্বাদু খাবারের স্টল, সন্ধায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ে নেই কোন চারুকলা বা নাট্যকলা অনুষদ। তবুও প্রস্তুতির কমতি নেই। বিভিন্ন ক্লাবকে দেওয়া হয়েছে বিভিন্ন দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের একমাত্র থিয়েটার ভিত্তিক ক্লাব সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের (সিডিসি) সভাপতি রাকিবুল ইসলাম ক্যাম্পাসলাইভকে জানান, সিডিসির রাঙা বৈশাখ শিরোনামে বাহারী খাবারের নিজস্ব স্টল থাকবে।

তারা ও বন্ধুসভা যৌথ ভাবে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট সাজাবে। তাছাড়া সিডিসির তত্বাবধানে ঐদিন সন্ধ্যায় ‘জনৈক ইমান আলী’ নামে একটি রম্য নাটক মঞ্চায়ন করবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব সিডিসি, ফিল্ম সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি, ধ্রæবতারা টেকনোকালচার ক্লাব, বন্ধুসভা ও শুভসংঘ আয়োজন করবে মঙ্গল শোভাযাত্রার।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দু’টি ব্যান্ড ফানুস ও অন্বেষণ পারফর্ম করবে। থাকবে সিডিসির রম্য নাটক ও ডিবেটিং সোসাইটির রম্য বিতর্ক। ঢাকা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান মাতাতে থাকবে ব্যান্ড ‘আরবোভাইরাস’।

 

ঢাকা, ১২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ