Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গণবির আবারো জয়

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭, ১৯:৪১

 

 

গণবি লাইভঃ মঙ্গলবার সকাল ৯ টায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০১৭’ এ মুখোমুখি হয় গণ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল বনাম অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।

গণ বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছেন জামাল সিয়াম(অধিনায়ক), ইব্রাহীম হৃদয়, অলীল উল্লাহ, তুষার আহমেদ, মিয়াদ খান, ইব্রাহীম ইসলাম, মানসুর শাওন ও কাজি হোসেন এবং অপর পক্ষে অতীশ দীপঙ্করের হয়ে খেলেছেন সাব্বির আহমেদ(অধিনায়ক), সুমন হালদার, মিজানুর, মুস্তাফিজুর, ফরহাদ, ফরিদ, সৈকত আলী ও র‍্যসি।

টসে জিতে বোলিং করে অতীশ দীপঙ্কর। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক সিয়ামের নেতৃত্বে গণ বিশ্ববিদ্যালয় ৫ উইকেটে ১২৩ রান করে। পরের ইনিংসে ৩ উইকেতে ৯৮ রান করে অতীশ দীপঙ্কর। ২৫ রানে জয় লাভ করে গণ বিশ্ববিদ্যালয়।

গত ম্যাচে বেশ ভাল পারফর্ম করা হৃদয় এই ম্যাচে যেন কিছুটা মিইয়ে গিয়েছেন। তবুও ১ উইকেট লাভ করেন তিনি। এছাড়া গণবি'র অধিনায়ক জামাল সিয়াম বলেন, গত ম্যাচে খুব সহজেই ড্যাফোডিল কে হারালেও আজকের খেলা বেশ প্রতিযোগিতা-পূর্ণ হয়েছে। অতীশ দীপঙ্করের প্লেয়াররাও ভালো খেলেছে। "
 

গণ বিশ্ববিদ্যালয়ের উইকেট রক্ষক মিয়াদ খান বেশ ভালো পারফর্মেন্স করেছেন আজকে। পরপর দুটি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথ সুগম করে ফেলেছে গণ বিশ্ববিদ্যালয়। আর এদিকে অতীশ দীপঙ্কর পরপর দুটি ম্যাচে হেরে বিদায়ের পথে হাটছে।

আগামীকাল বেলা ৩টায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স এর সাথে লড়বে গণ বিশ্ববিদ্যালয়।

আজ ইনডোর স্টেডিয়ামে উপস্থিত হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন। তিনি বলেন,  "খেলাধুলা একজন মানুষকে অনেক ফ্রেশ রাখে। পড়াশোনার পাশাপাশি ইউনিভার্সিটিতে এরকম আয়োজন আরো যত বাড়বে শিক্ষার্থীরা নিজেদের ভালভাবে বিকশিত করতে পারবে।"

দেশের খ্যাতনামা ক্রিকেটার আকরাম খান এবং খালেদ মাসুদ পাইলটের উদ্যোগে গঠিত থ্রি ক্রিকসের আয়োজনে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৮ এপ্রিল থেকে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৩২ টি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল ৮ টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।

 

ঢাকা, ১১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ