Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবি সাংবাদিকদের ওপর হামলায় ঢাবি সাংবাদিক সমিতির নিন্দা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭, ০২:২৭



লাইভ প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

পাশপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক সমিতি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন এবং সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে জানান, ছাত্রলীগ কর্তৃক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক নির্যাতনের ঘটনা ভয়াবহ পরিমাণে বেড়েছে। কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলা করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের সাংবাদিক নির্যাতনের ঘটনা একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ কেন্দ্রীয় ছাত্রলীগ এসব ঘটনায় কার্যত নীরব ভূমিকা পালন করছে। শিক্ষাঙ্গনে এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা কখনোই মেনে নেয়া যায় না।

অবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

ঢাকা, ১০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ