Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭, ০০:২৫


জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)  সোমবার (১০ই এপ্রিল) দুপুর ২টায়  বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে "প্রকৃতি সসংরক্ষণ ও প্রাণ রক্ষা" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


জাবির প্রকৃতি বিষয়ক সংগঠন "প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ (NCI), "Protecting Nature, Preserving Life" শিরোনামে কর্মশালাটি আয়োজন করে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার প্রফেসর ড. আবুল খায়ের, NCI এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মনোয়ার হোসেন তুহিন, প্রফেসর ড. মনিরুল হাসান খান, অ্যাসিসট্যান্ট প্রফেসর মেহেদি ইকবাল  এবং এনসিআই এর সকল সদস্যবৃন্দ।


কর্মশালায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মনোয়ার হোসেন তুহিন, প্রফেসর ড. মনিরুল হাসান খান ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অ্যাসিসট্যান্ট প্রফেসর মেহেদি ইকবাল ও  এ বি এম সানোয়ার আলম দিপু (প্রধান পর্যবেক্ষক আইইউসিএন(IUCN), বাংলাদেশ। কর্মশালাটি সঞ্চালনা করেন সংগঠনটির বর্তমান সভাপতি মোঃ জহিরুল ইসলাম তন্ময়।


কর্মশালায় বক্তারা জীববৈচিত্র সংরক্ষণ, সুন্দরবনের প্রাকৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব, সুন্দরবনে বর্তমানে বন্যপ্রাণীর অবস্থা,  প্রকৃতিতে  বিপর্যস্ত বিভিন্ন প্রাণী সংরক্ষণেরর গুরুত্ব, গ্লোবাল পজিশন সিস্টেম ও গ্লোবাল ইনফরমেশন সিস্টেম,  প্রকৃতিতে শকুন রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।


উক্ত কর্মশালায় বিভিন্ন  বিশ্ববিদ্যালয় থেকে  প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরবর্তীতে সেখানে একটি পরিবেশ বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগীতায়  রায়হানা আক্তার,  রাজিব কুমার দত্ত, সাদিয়া আফরিন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়। বিজয়  তিনজনকে ক্রেস্ট প্রদান করা হয় এবং কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়। 

 

ঢাকা, ১০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ