Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বহিরাগত ছাত্রলীগের হামলায় সিটি ইউনিভার্সিটির ছাত্র নিহত

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭, ০০:১৩



লাইভ প্রতিবেদক: সাভারে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সিফাত নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় ছয় শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন উভয়পক্ষের ১০ জন।

সোমবার দুপুরে সাভারের খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিফাত সাভারের খাগান এলাকার সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানায়, দুপুর আড়াইটার দিকে স্থানীয় ছাত্রলীগ নেতা শাওনসহ বেশ কয়েকজন মোটরসাইকেলে সিটি ইউনিভার্সিটির সামনে এসে সিফাতকে খুঁজতে থাকে।

এসময় সিফাতসহ তার কয়েকজন বন্ধু ক্যাম্পাসের সামনে অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে শাওন ও তার সঙ্গীরা সিফাতের বন্ধুদের ওপর গুলি চালায়।

এতে সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ১১জন আহত হন। আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সিফাতের মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশের একটি সড়কে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের পদত্যাগসহ স্থানীয় ছাত্রলীগ নেতা শাওনের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে।

 

ঢাকা, ১০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ