Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে নতুন ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৭, ২১:৪৯

 

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শনিবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এ সময় অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী হিসেবে চোখ কান খোলা রেখে দেশের সকল উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। বক্তব্যে তিনি ছাত্র সংসদ নির্বাচনের ওপর  জোর  দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, তোমরা আজ জ্ঞানালোকে উদ্ভাসিত সমাজের নাগরিক। অফুরান প্রাণচাঞ্চল্য, প্রাণশক্তিতে তোমরা ভরপুর। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম বলেন, মুক্ত ও বাধাহীন পরিবেশে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের আদর্শ ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রো ভিসি প্রফেসর ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবুল খায়ের, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. রাশেদা আখতার, প্রক্টর প্রফেসর ড. তপন কুমার সাহা।

অনুষ্ঠানে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য উপস্থাপন করলে স্ব স্ব অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকগণ নবাগত শিক্ষার্থীদের পাঠদানের জন্য বরণ করেন। ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

 

ঢাকা, ০৮ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ