Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আশুলিয়ায় ৭ শিশুকে ধর্ষণের অভযোগে প্রধান শিক্ষক আটক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৭, ২৩:৩৫



লাইভ প্রতিবেদক: শিক্ষকের কুদৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না কোমলমতি শিশুরাও। দিনের পর দিন এসব ঘটনা বেড়েই চলছে। এসব নামধারী শিক্ষকরা রক্ষকের ভূমিকায় ভক্ষক হয়ে সমাজে আবির্ভূত হচ্ছে। এরকমই একটি ঘটনা ঘটেছে সাভারের আশুলিয়ায় কুড়গাঁও এলাকার আমির মডেল স্কুলে। ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে ৭ শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় অভিভাবকদের লিখিত অভিযোগে অভিযান চালিয়ে ওই স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক আমির হোসেন খোকনকে বৃহস্পতিবার রাতে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

এক শিক্ষার্থীর বাবা ও মামলার বাদী লিটন মিয়া জানান, এ বছরের জানুয়ারি মাসে কুরগাঁও এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে আমির মডেল স্কুল নামের একটি কিন্ডার গার্টেন স্কুল চালু করেন আমির হোসেন। বৃহস্পতিবার দুপুরে এক শিক্ষার্থীকে তার কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আমির। বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। পরে ওই শিশু শিক্ষার্থী বাসায় গেলে তার রক্তক্ষরণ হয়। শিশুর মা এর কারণ জানতে চাইলে সে বিষয়টি খুলে বলে। পরে ঘটনাটি অন্যান্য শিক্ষার্থীদের নিকট ছড়িয়ে পড়লে তারাও একই ধরনের অভিযোগ করেন ওই শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ রাতেই তাকে আটক করে।

ধর্ষিত সাত শিশুর বয়স ৮ থেকে ১২ বসরের মধ্যে। তারা ওই এলাকার আমির মডেল টাউন স্কুলের ছাত্রী। তাদের নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, কুরগাঁও এলাকার আমির মডেল স্কুলের শিক্ষার্থীর অভিভাবকদের কাছ থেকে সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে স্কুলটির প্রধান শিক্ষক আমির হোসেনকে আটক করা হয়েছে। আটককৃত শিক্ষকের বিরুদ্ধে সাত শিক্ষার্থীরও যৌন নির্যাতনের অভিযোগের সতত্যা পাওয়া গেছে। এদের মধ্যে ৩-৪ জন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

ঢাকা, ০৭ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ