Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৭, ০২:৩৩

 

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে ‘প্রত্নতাত্ত্বিক জরিপ, খনন ও সংরক্ষণ’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান।

উদ্বোধনী ভাষণে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, ‘ভারতীয় উপমহাদেশের সভ্যতার সংস্কৃতি হাজার বছরের পুরনো, যা বিশ্ব সভ্যতায় উচ্চ মর্যাদা লাভ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ সেই সভ্যতার নিদর্শন অনুসন্ধানে যেসব প্রকল্প পরিচালনা করছে, তা প্রশংসার দাবি রাখে।’

প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবুল খায়ের, কলা ও মানবিকী অনুষদের ডিন প্রফেসর ড. মোজাম্মেল হক, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন, অতিরিক্ত সচিব ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত।

বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মোকাম্মেল এইচ ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক প্রফেসর শাহ সূফী মোস্তাফিজুর রহমান।

 

ঢাকা, ০৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ