Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইইউবি’তে সফল নারীদের ওপর গবেষণা প্রকল্প’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৭, ০২:২৭

 

লাইভ প্রতিবেদক: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অফ লিবারেল আর্টস এ্যান্ড সোশাল সায়েন্সেস অনুষদের উদ্যেগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার ইউনিভার্সিটির বসুন্ধরা ক্যাম্পাসে ‘জীবন থেকে লেখা: বাংলাদেশের সফল নারীদের ওপর গবেষণা প্রকল্প’ শীর্ষক  এই সেমিনার অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের সফল নারীদের জীবন নির্ভর এক গবেষণা প্রকল্প নিয়ে আয়োজিত এই সেমিনারে আলোচনা করেন গবেষক এবং যুক্তরাজ্য ও নরওয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিযুক্ত ড. এ্যান লি ম্যারে এবং যুক্তরাজ্যের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এ্যাঞ্জেলা এভারিট। এই গবেষণা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নারীদের সফলতার গল্পগুলো সকলের সামনে তুলে ধরা এবং বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য তরুন নারীদের প্রেরণা দেয়া।


সেমিনারে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আইইউবি’র ভিসি প্রফেসর এম ওমর রহমান এবং স্কুল অফ লিবারেল আর্টস এ্যান্ড সোশাল সায়েন্সেস অনুষদের ডীন ড. মাহবুব আলম।


সেমিনারের শুরুতে বক্তাদের পরিচতি তুলে ধরেন স্কুল অফ লিবারেল আর্টস এ্যান্ড সোশাল সায়েন্সেস অনুষদের  শিক্ষক জনাব ওবায়দুল্লাহ আল মারজুক এবং অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন একই অনুষদের শিক্ষক জনাব মাইদুল আলম চাকলাদার। আইইউবি’র বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান,  শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা এই সেমিনারে উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ০৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ