Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইইউবিএটিতে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৭, ০০:০১

 

 

লাইভ প্রতিবেদক: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি ইউনিভার্সিটি) ২০১৬সালে শ্রেষ্ঠত্ব অর্জকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিশ্ববিদালয়ের অডিটরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিয়মানুযায়ী সেমিস্টারে ৪.০০ এর মধ্যে ৪.০০ সিজিপিএ এবং পরপর দুই ও তিন সেমিস্ট্রার ৪.০০ এর মধ্যে ৪.০০ পেলে শিক্ষার্থীদের সনদ ও প্রাইজমানি সম্মাননা দেয়া হয়।  

যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তির জন্য উচ্চ শিক্ষার নিশ্চয়তা-প্রয়োজনে মেধাবী তবে অস্বচ্ছলদের জন্য অর্থায়ন-এই প্রত্যয় নিয়ে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশজুড়ে বছর ব্যাপি রজতজয়ন্তী পালন করছে। রজতজয়ন্তী উপলক্ষে এ বছর শিক্ষাত্রীদের দশ হাজার টাকার পরিবর্তে পঁচিশ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবং ডিসট্রিংগুইজ প্রফেসর, কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এর প্রফেসর ড. খাজা মুহাম্মদ সুলতানুল আজিজ।

প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, মেধাবীরাই জাতির ভবিষ্যৎ। কাজেই জীবনের গুরুত্বপূর্ণ এই সময়কে গুরুত্ব দিতে হবে, ভাল ফলাফল করতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, শুধু একাডেমিক ক্ষেত্রেই মেধার স্বাক্ষর রাখলে হবে না বরং নৈতিক ও বাস্তব মুখি শিক্ষা লাভ করতে হবে এবং পারিপার্শ্বিকতা থেকে জ্ঞান অর্জন করতে হবে। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা সনদ হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের মোট -৩৫২ জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও আরও বক্তব্য প্রদান করেন প্রফেসর আব্দুল জব্বার,চেয়ার, ডিপার্টমেন্ট অব ইকোনোমিক্স, অধ্যাপক ড. মনিরুল ইসলাম, চেয়ার, কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ও ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং, ড. উৎপল কান্তি দাশ, কো-অর্ডিনেটর,  ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, জনাব মোহাম্মদ মুসা, কো-অর্ডিনেটর, কলেজ অব টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, প্রফেসর এম এ হান্নান, প্রফেসর ড. শহিদুল্লাহ মিয়া, পরিচালক, কলেজ অব এগ্রিকালচারাল সাইন্সেস, প্রফেসর এ জেড এ সাইফুল্লাহ, চেয়ার, ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, কো-অর্ডিনেটর, ডিপার্টমেন্ট অব মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, ডাঃ এ এস এ মাসুদ, কো-অর্ডিনেটর, কলেজ অব নার্সিং, জনাব কাজি খালেদ সামস চিসতি, কলেজ অব বিজনেস এডমিনিস্ট্রেশন প্রমুখ। 

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

ঢাকা, ০৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ