Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাদার্ন ইউনিভার্সিটিতে অটিজম সচেতনতা দিবস পালিত

প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৭, ০১:২০



সাদার্ন লাইভ: “স্বকীয়তা ও আত্মপ্রত্যায়ের পথে” প্রতিপাদ্যকে সামনে রেখে সাদার্ন ইউনিভার্সিটিতে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

দিবসটি উপলক্ষ্যে ২ এপ্রিল বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নীল বাতি প্রজ্জলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।।

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহানের সঞ্চালনায় সাবেক ভিসি ও ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের পরিচালক প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রফেসর ড. নসরুল্লাহ বাহাদুর, চট্টগ্রাম মা ও শিশু হসপিটালের অটিস্টিক বিশেষজ্ঞ ফারহানা আহমেদ, ইউনাইট্ থিয়েটার ফর স্যোসাল অ্যাক্শন (উৎস)-এর নির্বাহী পরিচালক মোস্তাফা কামাল যাত্রা, ডিজএবেলিটিজ প্রোগ্রাম অফিসার আবুল হাশেম, সেহের অটিজম সেন্টারের পরিচালক তাবাস্সুম জেরিন ও সাইকো স্যোসাল কাউন্সিলর রিপা তালিব।

আরো বক্তব্য রাখেন সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ড. মো. শরীফুজ্জামান ও সাধারণ শিক্ষা বিভাগের প্রধান ড. সাখাওয়াত উল্লাহ চৌধুরী।  

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাদার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া অটিস্টিক ছাত্র-ছাত্রীরদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। সব সময় আমরা অটিস্টিক ছাত্র-ছাত্রীদের পাশে আছি।

উপস্থিত বক্তারা অটিস্টিক শিশুদের বাবা-মায়েদেরকে প্রতি বিশেষ পরামর্শ দিয়ে বলেন, তাঁদেরকে ভালবাসা দিয়ে সুস্থ স্বাভাবিক পথে পরিচালিত করা সম্ভব। অবহেলা ও বোঝা মনে না করে সঠিক পরিচর্যা ও সেবা করতে হবে। লুকিয়ে না রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও বিশেষায়িত স্কুলের সাহায্য গ্রহণ করে মেধা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি সকলকে সচেতন করে তুলতে হবে যাতে বিষয়টিকে কুসংস্কার হিসেবে না দেখে।

বক্তারা আরো বলেন, অটিজম সচেতনতা ও অটিস্টিক সেবায় বর্তমানে আমাদের দেশে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠেছে যা খুবই প্রশংসার দাবি রাখে।

 

ঢাকা, ০৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ