Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে সিনিয়র ছাত্রলীগ কর্মীকে পেটালো জুনিয়ররা

প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৭, ০০:০৩

 

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল-বেরুনী হল সম্প্রসারিত ভবন শাখা ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে আহত করেছে শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের জুনিয়র কর্মীরা। মারধরের শিকার ছাত্রলীগ কর্মী হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেটিক্স সিস্টেম বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী ইমরান খান সোহান।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তাকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, ঘটনার সূত্রপাত হয় সোমবার রাতে। রাত সাড়ে ৮ টার দিকে আল-বেরুনী হল সম্প্রসারিত ভবন শাখা ছাত্রলীগের কর্মী পরিসংখ্যান বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী রাজু মাহমুদ ফজিলাতুন্নেচ্ছা হলের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে সাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় শহীদ রফিক-জব্বার হলের ৪৪ তম ব্যাচের ৫-৭ জন ছাত্রলীগ কর্মী রাস্তা দখল করে হাঁটছিলেন। রাজু তাদেরকে জায়গা ছেড়ে দিতে বললে তারা অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এ ঘটনার কিছুক্ষণ পর শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগ কর্মীরা আল-বেরুনী হল সম্প্রসারিত ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হলটির কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী তাদেরকে কিল-ঘুষি দেয়।

পরে এ ঘটনা নিয়ে হল দুটির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো.জুয়েল রানা তাদেরকে নিবৃত্ত করেন।

ওই ঘটনার সূত্র ধরে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে আল-বেরুনী হল সম্প্রসারিত ভবনের ছাত্রলীগ কর্মী ইমরান খান সোহানকে পিটিয়ে আহত করে শহীদ রফিক-জব্বার হলের কয়েকজন ছাত্রলীগ কর্মী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহান তার বান্ধবীকে নিয়ে মেডিকেলের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় শহীদ রফিক-জব্বার হলের জিতু, আহনাফ, বাপ্পীসহ আরো ৪-৫ জন ছাত্রলীগ কর্মী  সোহানের ওপর অতর্কিত আক্রমণ চালায়। রড দিয়ে পিটিয়ে মাথা ও পিঠে জখম করে। ঘটনাস্থলে থাকা কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাভারের  এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘ঘটনা জেনেছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তপন কুমার সাহা বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

 

ঢাকা, ০৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ