Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবির এক শিক্ষার্থীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭, ২২:২৪

 

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হলের ৪৫তম ব্যাচের এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করে একই হলের সিনিয়র শিক্ষার্থী সাজ্জাদ। সোমবার (৩ এপ্রিল) শারীরিক নির্যাতনের শিকার রাশেদুল ইসালাম বিশ্ববিদ্যালয় হল প্রশাসনের কাছে শারীরিক নির্যাতনের বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছে। 

লিখিত অভিযোগে রাশেদুল ইসালাম উল্লেখ করেন, ২ এপ্রিল (রোববার) রাত ১২টার সময় ঘুমন্ত অবস্থায় ৪৫তম ব্যাচের সবাইকে গেস্ট রুমে যেতে ব্যধ্য করে পরিসংখ্যান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কে এইচ সাজ্জাদ। গেস্ট রুমে ডেকে  ফিল্ম ফেস্টিভ্যালের জন্য দু’টি করে টিকিট কিনতে বাধ্য করে সে। কিন্তু আমার কাছে টাকা না  থাকায় টিকিট কিনতে অস্বীকৃতি জানাই।

ফলে সাজ্জাদ আমাকে হুমকির মুখে কান ধরে দাঁড়িয়ে থাকতে বললে আমি কান ধরে দাঁড়িয়ে থাকি। কিন্তু কিছুক্ষণ পরে সে এক পায়ে দাঁড়িয়ে কান ধরতে বলে। আমার পায়ে ব্যাথা থাকায় আমি এক পায়ে দাঁড়াতে না পারায় সবাইকে গেস্ট রুম থেকে বের করে দিয়ে গেস্ট রুমের জানালা-দরজা বন্ধ করে র‌্যাকেট খেলার ব্যাটের হাতল দিয়ে আমাকে বেধড়ক পেটায়। আমি তার হাতে-পায়ে ধরে না মারার জন্য অনুরোধ করলেও সে আমাকে মারতে থাকে। আমার হাত ফেঁটে যখন রক্ত বের হয়, তখন সে মারা বন্ধ করে।

এ বিষয়ে জানতে কে এইচ সাজ্জাদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ প্রফেসর কবিরুল বাশার বলেন, অভিযোগ পেয়েছি। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ আমাদের হাতে রয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) হলের শিক্ষকদের নিয়ে মিটিং করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

ঢাকা, ০৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ