Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রথম সরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুবার্ষীকীতে মাভাবিপ্রবি পরিবারের শ্রদ্ধা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭, ২২:১১


মাভাবিপ্রবি লাইভ: বাংলাদেশ সরকারের প্রথম সরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ১২ তম মৃত্যু বার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আব্দুল মান্নান হলের সামনে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।


মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এম.এন.এ ইনচার্য, বঙ্গবন্ধ’ শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।


এসময় তার রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন  করা হয়। এছাড়া বাদ যোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ আলাউদ্দিন, প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. শাহিন আলম, বিজ্ঞান অনুষদের ডিন ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলের প্রভোস্ট ড. পিনাকী দে, ফুড টেকনোলজি এ- নিউট্রিশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিবহন বিভাগের পরিচালক মোঃ আজিজুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. খাদেমুল ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়াম্যান ড. মোঃ ইকবাল মাহমুদ, বায়োকেমিস্ট্র এ- মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের চেয়াম্যান ড. মোঃ আছাদুজ্জামান শিকদার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর এ.কে.এম.আয়াতুল্লাহ হোসনে আসিফ সহ মুক্তিযোদ্ধ আব্দুল মান্নান হলের শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


উল্লেখ্য মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ১৯২৯ সালের ৭ অক্টোবর টাঙ্গাইল জেলার কাতুলি গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৯ এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১ এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৫৬ সালে টাঙ্গাইল মহকুমা আওয়ামী লীগের সভাপতি, ১৯৬৯ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত হন। ১৯৭২ সালে স্বরাষ্টমন্ত্রী এবং বাংলাদেশের ২য় মন্ত্রী সভার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  সন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০০৫ সালের ০৪ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

 

ঢাকা, ০৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ