Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭, ০৫:০৯

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) Geospatial Applications in Disaster Management শীর্ষক একদিনের আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এর উদ্যোগে সোমবার সকাল ১০ টায় সিনেট হলে এই কনফারেন্স  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ হাসান মাহমুদ এমপি। অনুষ্ঠান উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম।

প্রধান অতিথির ভাষণে ড. মুহাম্মদ হাসান মাহমুদ এমপি বলেন, বাংলাদেশ বহুল জনসংখ্যা অধ্যুষিত একটি দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, খরা, সাইক্লোন জাতীয় দুর্যোগের সীমা নেই এদেশে। এইসব দুর্যোগ মোকাবিলা করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহ রাষ্ট্রকে সমস্যা সম্পর্কে সচেতন করতে পারে এবং সমস্যা সমাধানের বিষয়ে সুপারিশ করতে পারে।

কনফারেন্স উদ্বোধনকালে ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের বছরে এই আন্তর্জাতিক কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নদীমাতৃক বাংলাদেশের সকল নদীর উৎসস্থল দেশের বাইরে হওয়াতে বন্যা নিয়ন্ত্রণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এতে সমস্যা বাড়ছে। এখন সামগ্রিকভাবে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে আমাদের দুর্যোগ মোকাবিলা করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রো-ভিসি ড. মো. আবুল হোসেন ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবুল খায়ের।

কনফারেন্সের প্রথম সেশনে প্রফেসর ড. মো. শাহেদুর রশিদ (জাবি), প্রফেসর ড. তান ইউমিন (চীন), ড. বিশ্বজিত শর্মা (ভারত), ড. পাপোরি রানী বারোহ (ভারত) প্রবন্ধ পাঠ করেন।

দ্বিতীয় সেশনে প্রধান অতিথি ছিলেন সরকারী কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। এই সেশনে প্রবন্ধ পাঠ করেন ড. মীর আবদুল মতিন (নেপাল), এ জেড মো. জাহেদুল ইসলাম (স্পারসো) ও ড. মমিনুল হক সরকার। কনফারেন্স পরিচালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এর পরিচালক ড. শেখ তৌহিদুল ইসলাম।

 

ঢাকা, ০৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ