Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গণবি আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট পরিদর্শন

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭, ০২:৪০

গণবি লাইভ: সোমবার (৩ এপ্রিল) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষাথীরা মহানগর দায়রা জজ কোর্ট পরিদর্শন করেছেন।

বেলা ১০টায় তারা কোর্টে গিয়ে পৌঁছান। এ সময় তারা বেশ কিছু এজলাস পরিদর্শন করে বিচার প্রক্রিয়া দেখেন। যা তাদের আইন পেশায় আসার স্বপ্নকে আরো রঙ্গিন করে।

আইন বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী সুজন কুমার হালদার বলেন, দিনটি আমাদের জন্য অতি আনন্দের দিন। বিশ্ববিদ্যালয় জীবনের প্রায়ই শেষ পথে। এসময়ে আমাদের জন্য এই ধরনের অভিজ্ঞতা অতি প্রয়োজন ছিল।  

আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আলম জানান, কোর্ট পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আইন পেশার বাস্তবিক ধারণা ও নানা অভিজ্ঞতা জন্মায়। যা তাদেরকে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে বাস্তবিক অভিজ্ঞতা গুলো অনেক সহায়তা করবে।

এ সময় মহানগর দায়রা জজ কোর্ট পরিদর্শন কালে আইন বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থীরা ছাড়াও বিভাগীয় প্রধান মো. রফিকুল আলম, লেকচারার মাহবুবুর রহমান ও মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ০৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ