Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গাজীপুরে ছাত্রলীগের সংঘর্ষ, এসপিসহ আহত ১০

প্রকাশিত: ২ এপ্রিল ২০১৭, ০৩:১৮



গাজীপুল লাইভ: গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার কলেজের ছাত্র সংষদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। এসময় বিক্ষুব্ধ ছাত্ররা কলেজ প্রিন্সিপালের কক্ষসহ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।

এছাড়াও গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এতে সাধারণ ছাত্র-ছাত্রীরা আতংকিত হয়ে চারদিকে ছোটাছুটি শুরু করে। একপর্যায়ে কলেজ সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও শেখ ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাস উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি সজীব হোসেন সবুজ ও তার সমর্থিত ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা কলেজ ছাত্রসংসদের নির্বাচন অনুষ্ঠানের দাবি করেন।

মন্ত্রী তাদেরকে শিগগিরই ছাত্র সংসদ নির্বাচন দেয়ার আশ্বাস দেন। দুপুরে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করার প্রাক্কালে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতির সমর্থকরা মন্ত্রীর গাড়ি অবরোধ করে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করে শ্লোগান দিতে থাকে।

এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভের নেতৃত্বে অপর অংশের নেতাকর্মীরা তাদের বাধা দিলে দু'পক্ষের মধ্যে বাকবিত-া ও হাতাহাতি শুরু হয়।

একপর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ প্রহরায় মন্ত্রীর গাড়ি এলাকা ত্যাগ করে। পুলিশ সংঘর্ষকারীদের বাধা দিলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।

এসময় উত্তেজিত ছাত্ররা কলেজ প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপালের কার্যালয় ও শিক্ষক মিলনায়তন এবং ক্যাম্পাসে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

এদিকে ছাত্রলীগ এক অংশের নেতাকর্মীরা চান্দনা চৌরাস্তা এলাকায় মিছিলের চেষ্টা করলে পুলিশ সেখান থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অনিক সরকারসহ ১২ জনকে আটক করে।

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌছে দু'পক্ষের কর্মীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রলীগের কালেজ শাখার সভাপতি সজীব হোসেন সবুজ জানান, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রসংসদ নির্বাচন চেয়ে মন্ত্রীর গাড়ির সামনে অবস্থান নিলে কলেজের সাবেক ভিপি আফজাল হোসেন রিপন সরকার ও তার সমর্থকদের সঙ্গে বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

 

ঢাকা, ০১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ