Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইইউবি’তে জাতীয় নদী অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রকাশিত: ১ এপ্রিল ২০১৭, ২৩:৩৩



লাইভ প্রতিবেদক: “জানবে যদি, জাগবে নদী”-এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নদী বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় নদী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বসুন্ধরা  ক্যাম্পাসে ‘জাতীয় নদী অলিম্পিয়াড:বেসরকারী বিশ্ববিদ্যালয় পর্ব’ অনুষ্ঠিত হয়।


আইইউবি’র এনভায়রনমেন্ট ক্লাব, রিভারাইন পিপল ও সমকাল সুহৃদ সমাবেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

বিশেষ অতিথি ছিলেন আইইউবি-এর প্রতিষ্ঠাতা ট্রাস্ট ইএসটিসিডিটি’র চেয়ারম্যান আব্দুল হাই সরকার এবং সম্মানীত অতিথি ছিলেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আইইউবি’র ভিসি প্রফেসর এম ওমর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুল হক ঢাকা শহরকে রক্ষায় তার গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে তরুণ সমাজকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন, নদী এবং পরিবেশ বাঁচাতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের কোন বিকল্প নেই। তিনি নদী দখল বন্ধ করতে সকলকে কার্যকরী ভূমিকা রাখতে আহবান জানান।

সমকাল সম্পাদক  গোলাম সারওয়ার নদী রক্ষাকে সামাজিক আন্দোলনে রুপ দেয়ার আহবান জানিয়ে বলেন, এই লক্ষ্যে তার প্রতিষ্ঠান সকল সহযোগিতা প্রদানে প্রস্তুত। সভাপতির বক্তব্যে অধ্যাপক এম ওমর রহমান নদী বাঁচাতে ব্যর্থ হলে তার যে মারাত্মক প্রতিক্রিয়া মানব জাতির উপর প্রভাব ফেলবে, সে বিষয়ে সকলকে সতর্ক করে ব্যাপক সচেতনতা সৃষ্টির উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত প্রায় ২০০ শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। কর্মসূচীর শুরুতে ছিল নদী বিষয়ক কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের এক ঘন্টায় ২৯টি এমসিকিউ ও একটি বিশ্লেষণাত্মক প্রশ্নের উত্তর প্রদান করতে হয়। প্রতিযোগিতার পর অংশগ্রহণকারীদের উত্থাপিত প্রশ্নসমূহের আলোকে একটি প্রাণবন্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় যেখানে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা উপস্থিত থেকে প্রশ্নসমূহের উত্তর প্রদানসহ নদী রক্ষার বিশ্লেষণাত্মক বক্তব্য প্রদান করেন।

সমাপনী অধিবেশনে কুইজ প্রতিযোগিতার বিজয়ী ২১ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয় যারা ঢাকা বিশ্ববিদ্যিালয়ে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন। এই অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি এবং ইমেরিটাস প্রফেসর ড. আইনুন নিশাত, জাতীয় নদী কমিশনের সদস্য শারমিন মুর্শিদ ও রিভারাইন পিপল এবং সমকাল সুহৃদ সমাবেশ-এর প্রতিনিধিগণ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ও ম্যানেজমেন্ট অনুষদের ডীন ড. আব্দুল খালেক। আইইউবি’র বিভিন্ন স্কুলের ডীন, বিভাগীয় প্রধান, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, আইইউবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আগত দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী, গবেষক ও উন্নয়ন কর্মী এই অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন। সমাপনী  অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবি’র প্রো-ভিসি প্রফেসর মিলান পাগন।

 

ঢাকা, ০১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ